কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters) ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ম্যাচ। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় শুরু হবে খেলা। সম্প্রতি ফর্মে বিচারে কেরালা ব্লাস্টার্স ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে থাকবে। তবে একটা ব্যাপারে ইস্টবেঙ্গল চলতি আইএসএল (ISL)-এ টেক্কা দিয়েছে বেশিরভাগ দলকে।
শেষ ছয়ে থাকার দৌড়ে রয়েছে আইএসএল-এর একাধিক দল। এবারের আইএসএল-এর প্রথম তিন দলের মধ্যে চলছে লিগ শিল্ড জয়ের লড়াই। পয়েন্ট টেবিলের মাঝের দলগুলোর মধ্যে চলছে শেষ ছয়ে থাকার লড়াই। এ ব্যাপারে কেরালা ব্লাস্টার্স অনেকটা এগিয়ে রয়েছে। কারণ ইভান ভুকামানোভিচের দল রয়েছে পঞ্চম স্থানে। ইস্টবেঙ্গল এখন একাদশ স্থানে।
Cristiano Ronaldo: চার দিনে দু’বার হ্যাটট্রিক রোনাল্ডোর
অংকের বিচারে ইস্টবেঙ্গল এফসির সামনে প্রথম ছয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখনও। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এগারো নম্বর স্থানে রয়েছে তারা। বারো দলের লিগে ইস্টবেঙ্গল এখন এগারো নম্বরে। বাকি সব ম্যাচে জয় পেলে সর্বোচ্চ ২৭ পয়েন্ট পেতে পারে লাল হলুদ ব্রিগেড।
Kaloor awaits a fierce battle. The Bengal tigers 🆚 the tuskers from Kerala! 🔥#KBFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/dKiUCHi45j
— East Bengal FC (@eastbengal_fc) April 2, 2024
আইএসএলে পরপর তিন ম্যাচে হারের ধাক্কা সামলে এই ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। তবে দলের পক্ষে একটা বিষয় ভালো। আইএসএল ২০২৩-২৪-এ প্রতি ম্যাচে গড়ে ১০.১ হেড ক্লিয়ারেন্স রয়েছে ইস্টবেঙ্গলের। যা মরসুমে যে কোনও দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ ব্যাপারে পাঞ্জাব এফসি (১১.৭) এগিয়ে রয়েছে। কেরালা ব্লাস্টার্সের পক্ষে এরিয়াল বলের সাহায্যে ইস্টবেঙ্গল রক্ষণকে পরাজিত করা সহজ কাজ হবে না।
Mayank Yadav: প্রাক্তন ক্রিকেটার জানালেন কবে ভারতের হয়ে খেলতে পারেন মায়াঙ্ক
এই দুটি দল সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল। ইয়েলো আর্মি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে পরাজিত করেছিল তখন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ক্লেইটন সিলভার গোলে ব্যবধান কমিয়েছিল ইস্টবেঙ্গল।