বসুন্ধরা বধের অঙ্ক কষতে ব্যস্ত অস্কার, প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

সূচি অনুযায়ী শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হয় ভুটানের…

East Bengal FC practice Session before Bashundhara Kings Match

সূচি অনুযায়ী শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হয় ভুটানের স্থানীয় ক্লাব পারো এফসির সঙ্গে। এই ম্যাচে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পায়নি ময়দানের এই প্রধান। পূর্ন সময়ের শেষে ২-২ গোলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচ। পরবর্তী ম্যাচের আগেই ব্যস্ত লাল-হলুদ শিবিরের নতুন কোচ থেকে ফুটবলাররা।

হায়দরাবাদের বিরুদ্ধে হেরে ফুটবলদারদের দুষলেন দীপেন্দু বিশ্বাস !

   

২৯ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে অস্কার ব্রুজোর দল। প্রতিপক্ষ বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। আবার ইস্টবেঙ্গলের এই নতুন স্প্যানিশ কোচের প্রাক্তন দল। তাই সেই দলের বিরুদ্ধে নামার আগে নতুন ভাবে ঘুঁটি সাজাতে ব্যস্ত আনোয়ার, মাদিহ তালালদের নতুন হেড স্যার।

মুম্বাই বধের রাস্তা খুঁজলেন সার্জিও লোবেরা

ম্যাচের দুই দিন আগে থেকেই তথা রবিবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন দিমিত্রিওস, ক্লেন্টনরা। তাঁদের লক্ষ্য একটাই বসুন্ধরা কিংসকে হারিয়ে এএফসিতে পরবর্তীতে রাউন্ডে পৌঁছাতে নিজেদের জায়গা নিশ্চিত করা। ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমে জয়ের স্বাদ পায়নি মশাল ব্রিগেড। তেমনি টানা আটটি ম্যাচ পরাজিত হওয়ার পর পারো এফসির বিরুদ্ধে ড্র করে ট্রিপল হ্যটট্রিক করা থেকে নিজেদের বাঁচিয়েছে তাঁরা। যা কিছুটা হলেও খুশি করেছে সমর্থকদের।

তাই এএফসি চ্যালেঞ্জ লিগের আগামী ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা হারিয়ে ফর্মে ফেরার পাশাপাশি হারকে অতীত করে মশাল জ্বলার অপেক্ষায় ইস্টবেঙ্গল।