HomeSports NewsEast Bengal FC: খুশির খবর! ইস্টবেঙ্গলেযোগ নতুন তিন ফুটবলারের

East Bengal FC: খুশির খবর! ইস্টবেঙ্গলেযোগ নতুন তিন ফুটবলারের

- Advertisement -

আইএসএলের নতুন মরশুমে খেলতে নামার আগে নতুন ভাবে দল সাজিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে ফলাফল হল শূণ্য। মরশুমের শুরুতেই প্রথম তিন ম্যাচ হেরে লিগ টেবিলের শেষেই থমকে গেছে লাল-হলুদ ব্রিগেড। কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। কথায় আছে আহত বাঘ আরও শক্তিশালী হয়। তবে ইস্টবেঙ্গল কবে ঘুরে দাঁড়াবে সে বিষয়ে আগাম ভবিষ্যৎবাণী এখনই কেউ করতে পারবে বলে মনে হয় না।

এসবের মধ্যেও ইস্টবেঙ্গল নিয়ে শুরু হল নতুন করে আলোচনা। দলে যোগ দিল নতুন তিন ফুটবলার। যদিও সেটা পুরুষ দলে নয়। লাল-হলুদ শিবিরের মহিলা দলে। ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) খেলতে নামার আগে নতুন ভাবে দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। গত বছর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান উইমেন্স লিগ। যদিও সেই বছর তেমন কোন পারফরম্যন্স করতে পারেনি লাল-হলুদ শিবির। আসন্ন ইন্ডিয়ান উইমেন্স লিগে ভালো ফলের আশায় নতুন রূপে ময়দানে ফিরতে চেয়ে নতুন ভাবে দল গড়ছে মহিলা ইস্টবেঙ্গল দল।

   

মহিলা ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন গত বছর ওড়িশা মহিলা দলের হয়ে খেলা ডিফেন্ডার সুইটি দেবী। তিনি বর্তমানে ভারতীয় মহিলা ফুটবল দলের হয়ে খেলেন। একইসঙ্গে ইস্টবেঙ্গল মহিলা দলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আশালতা দেবী এবং অঞ্জু তামাং-এর। এই তিন ফুটবলারের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন ইস্টবেঙ্গল ক্লাব।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular