মরসুম শুরুর আগেই শক্তি বাড়ল ইস্টবেঙ্গল, বড় ঘোষণা করল ক্লাব

২০২৫-২৬ মরসুমের আগে দল গোছাতে কোমর বেঁধে নেমেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যে দল গত সিজনে ছন্দে ছিল না, এবার তাদের ভরসা তিন নতুন…

East Bengal FC secure Signings of Brazilian midfielder Miguel Figueira Palestinian midfielder Mohammed Rashid and Argentine defender Kevin Sibille

২০২৫-২৬ মরসুমের আগে দল গোছাতে কোমর বেঁধে নেমেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যে দল গত সিজনে ছন্দে ছিল না, এবার তাদের ভরসা তিন নতুন বিদেশি তারকা। ব্রাজিলের (Brazilian) মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira), প্যালেস্টাইনের (Palestinian) জাতীয় দলের মিডফিল্ডার মহম্মদ রশিদ (Mohammed Rashid) এবং আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়েকে (Kevin Sibille এক বছরের চুক্তিতে দলে টেনেছে লাল-হলুদ শিবির (East Bengal FC)। এদিন আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এই চুক্তির।

মিগুয়েল ফিগুয়েরা সেই পরিচিত মুখ, যিনি বসুন্ধরা কিংসের হয়ে লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোর অধীনে খেলেছেন। তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জেতা এই মিডফিল্ডার বসুন্ধরার হয়ে ৬৪ ম্যাচে ৩৭ গোল ও ২৬টি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। সেই সঙ্গে জিতেছেন দুইটি স্বাধীনতা কাপ। এবার অস্কারের ডাকে সাড়া দিয়ে কলকাতায় ফিরলেন তাঁর ‘পুরনো সৈনিক’।

   

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে কলকাতায় পা রেখেছেন প্যালেস্টাইনের আন্তর্জাতিক মিডফিল্ডার মহম্মদ রশিদ। ৩০ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডফিল্ডার এএফসি এশিয়ান কাপে তাঁর দেশের হয়ে শেষ ষোলোতে পৌঁছাতে বড় ভূমিকা নিয়েছিলেন। আগেই ইন্দোনেশিয়ার পারসেবায়া সুরাবায়ার হয়ে ৩৩ ম্যাচে ৬ গোল করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বল কন্ট্রোল, পজিশন ধরে রাখা, এবং দুরপাল্লার শটে গোল করার মতো গুণ রয়েছে রশিদের।

ডিফেন্সে বড় ভরসা হিসেবে দলে এসেছেন ২৬ বছর বয়সি আর্জেন্টিনার কেভিন সিবিয়ে। রিভার প্লেট অ্যাকাডেমির প্রাক্তনী কেভিন গত মরসুমে স্প্যানিশ ক্লাব পোন্ফেরাদিনার হয়ে ৩২ ম্যাচে ২,৬০২ মিনিট খেলে নজর কাড়েন। তাঁর আগ্রাসী ফুটবল, পজিশনিং, এবং আক্রমণ গঠনে অংশগ্রহণ করার ক্ষমতা তাঁকে ‘মডার্ন সেন্টার-ব্যাক’-এর তালিকায় তুলে এনেছে।

তিন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়ে দিয়েছে ক্লাব। মিগুয়েল খেলবেন ৮ নম্বর জার্সিতে, রশিদের জন্য বরাদ্দ ৭৪ নম্বর এবং সিবিয়ের পিঠে থাকবে ৬ নম্বর। ইস্টবেঙ্গলের ‘হেড অফ ফুটবল’ থাংবোই সিংটো জানান, “মিগুয়েল, রশিদ, কেভিন—তিনজনই নিজেদের যোগ্যতা আগেই প্রমাণ করেছে। কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনার সঙ্গে মানানসই এই ফুটবলাররা। মাঠে পার্থক্য গড়ে দিতে পারবে এমন খেলোয়াড়দেরই দলে নিয়েছি আমরা।”

অস্কার ব্রুজো এই তিনজনের ভূমিকা নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে, “মিগুয়েল এখন কেরিয়ারের সেরা ফর্মে আছে। আক্রমণভাগে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে। কেভিন শুধু ডিফেন্সে নয়, বল কন্ট্রোল ও পাসিংয়ে আক্রমণে সাহায্য করবে। রশিদ হলেন সেই ধরণের মিডফিল্ডার, যিনি বল কাড়তে জানেন, দলের ভার নিতে জানেন। এমন ফুটবলার যাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দুই-ই আছে।”

Advertisements

ফুটবলাররাও খুশি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। মিগুয়েল বলেন, “অস্কার ও ফিটনেস কোচ হাভিয়ের সানচেজ আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কলকাতায় ফিরে আমি রোমাঞ্চিত। এবার ট্রফি জেতার পালা।” রশিদ বলেন, “লাল-হলুদ পরিবারের অংশ হতে পেরে গর্বিত। কলকাতার দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছি।” সিবিয়ে জানান, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের অংশ হতে পেরে গর্বিত। সমর্থকদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চাই।”

ইস্টবেঙ্গল গত মরসুমে যেমন ছন্দ হারিয়েছিল, তেমনই ছিল রক্ষণভাগের দুর্বলতা ও মাঝমাঠের ধারহীনতা। সেই জায়গা থেকেই এবার কোচ অস্কারের পরিকল্পনায় উঠছে রদবদলের ঝড়। বিদেশিদের মধ্যে এই ত্রয়ী নিঃসন্দেহে দলকে নতুন প্রাণ দেবে বলেই আশাবাদী ক্লাব কর্তারা। আগামী সিজনে কি তবে ‘পুরনো ইস্টবেঙ্গল’র প্রত্যাবর্তন দেখতে চলেছে সমর্থকরা? উত্তর দেবে সময়। তবে এই তিন চুক্তি নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।

East Bengal FC secure to Signings of Brazilian midfielder Miguel Figueira Palestinian midfielder Mohammed Rashid and Argentine defender Kevin Sibille