HomeSports Newsফুটবলার ছাঁটাইয়ের পরই ধাক্কা ইস্টবেঙ্গলে! চোটের কবলে বিদেশি ফুটবলার

ফুটবলার ছাঁটাইয়ের পরই ধাক্কা ইস্টবেঙ্গলে! চোটের কবলে বিদেশি ফুটবলার

- Advertisement -

২০ এপ্রিল সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) । সুপার কাপ প্রস্তুতির মাঝ পথেই বড় অঘটন ঘটে গিয়েছে লাল-হলুদ শিবিরে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভার (Cleiton Silva) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো (Saul Crespo) অসময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এই দুটি ঘটনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সুপার কাপ অভিযানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ক্লেইটন সিলভার বিদায়ের ফলে ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা এখন মাত্র পাঁচজনে নেমে এসেছে। এই তারকা স্ট্রাইকারের প্রস্থান দলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করেছে। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এসেছে সাউল ক্রেসপোর চোটের খবরে। বুধবার নিজের বাসস্থানে সিঁড়িতে পিছলে পড়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। এর ফলে তিনি বুধবারের প্রশিক্ষণ সেশনে অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার তাঁর এমআরআই স্ক্যান করা হবে এবং চোটের মাত্রা জানতে মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে ক্লাব। সাউল দলের মাঝমাঠের মূল স্তম্ভ, এবং তাঁর অনুপস্থিতি দলের কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

   

এই দুই ঘটনার পাশাপাশি আরও একটি উদ্বেগজনক খবর হলো, ক্লাব স্প্যানিশ ফিজিও সেনেন ফার্নান্দেজ আলভারেজের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে বলে জানা গিয়েছে। গোটা মরসুমে খেলোয়াড়দের বারবার চোটের সমস্যাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনাগুলো ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের জন্য বড় প্রশ্ন তুলেছে, বিশেষ করে এমন এক সময়ে যখন তারা সুপার কাপে তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামতে চলেছে।

ইস্টবেঙ্গল তাদের সুপার কাপ অভিযান শুরু করবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর দল এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে ক্লেইটন সিলভার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিদায়, সাউল ক্রেসপোর চোট এবং ফিজিওর প্রস্থান দলের প্রস্তুতিকে জটিল করে তুলেছে। ক্লেইটনের জায়গায় টুর্নামেন্ট শুরুর আগে নতুন কোনো খেলোয়াড়ের আসার সম্ভাবনা নেই, ফলে দলকে মানসিক ও কৌশলগতভাবে দ্রুত পুনর্গঠিত হতে হবে।

ইস্টবেঙ্গলের কোচ এবং ম্যানেজমেন্টের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল বাকি খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী একাদশ গঠন করা। তরুণ এবং দেশীয় খেলোয়াড়দের উপর এখন বেশি দায়িত্ব এসে পড়বে। একই সঙ্গে, বাকি বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে অতিরিক্ত পারফরম্যান্স আশা করবে দল। সুপার কাপ একটি নকআউট টুর্নামেন্ট, যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের জন্য শিরোপা ধরে রাখা কঠিন হলেও, সমর্থকরা আশা করছেন দল তাদের লড়াকু মনোভাব দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

এই কঠিন সময়ে সমর্থকদের সমর্থনই হবে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় শক্তি। দল যদি এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে, তবে সুপার কাপে তাদের পারফরম্যান্স হবে একটি অসাধারণ গল্প। তবে তার আগে, সাউল ক্রেসপোর চোটের রিপোর্ট এবং দলের নতুন কৌশল নিয়ে সবার নজর থাকবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular