সাউলকে নিয়ে যথেষ্ট আগ্ৰহী আইএসএলের এই ক্লাব

গত মরসুমটা একরাশ হতাশার মধ্য দিয়েই কেটেছে ইস্টবেঙ্গল (East Bengal FC) ক্লাবের। প্রথমেই ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের।…

Saul Crespo-East Bengal FC

গত মরসুমটা একরাশ হতাশার মধ্য দিয়েই কেটেছে ইস্টবেঙ্গল (East Bengal FC) ক্লাবের। প্রথমেই ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা খুব একটা সহজ ছিল না। প্রথম থেকেই পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। পরবর্তীতে অস্কার ব্রুজোর হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। এই স্প্যানিশ কোচের হাত ধরেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল ময়দানের এই প্রধান।

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপে ভালো পারফরম্যান্স করার পর ইন্ডিয়ান সুপার লিগে ও জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। তবে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। ম্যাচ এগোনোর সাথে সাথেই ছিটকে যেতে শুরু করেছিলেন একের পর এক তারকা ফুটবলার। তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে চাপে ফেলেছিল দলকে। তবুও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার পরিকল্পনা ছিল ময়দানের এই প্রধানের। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যাওয়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মুখিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড।

   

কিন্তু সেখানেও কাজের কাজ কিছুই হয়নি। বরং ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল দলের বিদেশি ফুটবলারদের। গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্তাকোস থেকে শুরু করে সাউল ক্রেসপোর (Saul Crespo )মতো ফুটবলারদের নিয়ে বাড়তি প্রত্যাশা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি কেউ। স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল যে নতুন সিজনে হয়তো তাঁদের দলে রাখতে চাইবে না ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ডুরান্ড কাপ পর্যন্ত দিমিত্রিওস দিয়ামান্তাকোস লাল-হলুদে খেললেও গত কয়েক সপ্তাহ আগেই তাঁকে রিলিজ করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Advertisements

পরিবর্তে দলে যোগ দিয়েছেন এক জাপানি ফুটবলার। পাশাপাশি সাউল ক্রেসপো এই ডুরান্ড কাপে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেও তাঁকে নিয়ে খুব একটা খুশি নন অস্কার ব্রুজো। তাহলে কি এবার এই স্প্যানিশ ফুটবলারকে ও ধন্যবাদ জানাবে ইস্টবেঙ্গল? সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়। কিন্তু এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে আরেক তথ্য। শোনা যাচ্ছে, আসন্ন সুপার কাপের পাশাপাশি আইএসএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে এই দাপুটে মিডফিল্ডারকে দলে নিতে ইচ্ছুক চেন্নাইয়িন এফসি। কথাবার্তা ও নাকি হয়েছে প্রাথমিক স্তরে‌। যদিও খুব শিঘ্রই পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টি।