East Bengal FC: লাল-হলুদের রিজার্ভ দল থেকে কারা সুযোগ পেলেন সুপার কাপে? জেনে নিন

আজ কিছু সময় আগেই আসন্ন সুপার কাপের (Super Cup) জন্য দল ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবির। যেখানে আইএসএলের সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে বহু জুনিয়র খেলোয়াড়দের।

East Bengal Reserves Football Team in action

short-samachar

আজ কিছু সময় আগেই আসন্ন সুপার কাপের (Super Cup) জন্য দল ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবির। যেখানে আইএসএলের সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে বহু জুনিয়র খেলোয়াড়দের। চলতি মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি লাল-হলুদ ব্রিগেডের।

   

আইএসএলের শুরুর দিকটা চলনসই থাকলেও ম্যাচ এগোনোর সাথে সাথে মুখ থুবড়ে পড়তে শুরু করে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা। যারফলে শেষ পর্যন্ত লিগ টেবিলের ৯ নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয় তাদের। অপরদিকে একেবারে উল্টো ছবি ধরা দেয় ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবলারদের।

এবারের রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে প্রথম থেকেই ব্যাপক ছন্দে থেকেছে বিনো জর্জের ছেলেরা। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে হারানোর পর যথেষ্ট ফুরফুরে মেজাজে ধরা দেন দলের ফুটবলাররা। তারপর নিউ আলিপুর সুরুচি সংঘ থেকে শুরু করে ওডিশা এফসির মতো শক্তিশালী দল কে ও পরাজিত করে জুনিয়ররা। এমনকি গোলরক্ষক আদিত্যর নেতৃত্বে এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দল কে ও আটকে দিতে সক্ষম হয় লাল-হলুদ। তারপর গত ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাব কে ও পরাজিত করে বিনো জর্জের ছেলেরা।

তাদের এই পারফরম্যান্স দেখেই জুনিয়র দল থেকে বেশ কয়েকজন ফুটবলার কে আসন্ন সুপার কাপের জন্য স্কোয়াডে রাখলেন স্টিফেন কনস্ট্যানটাইন। যাদের মধ্যে রয়েছেন তুহিন দাস,হিমাংশু জ্যাংড়া, অতুল উন্নিকৃষ্ণন ও অমরজিত সিং। যারফলে, এই চার ভরসাযোগ্য ফুটবলার কে বাদ দিয়েই দ্বিতীয় ডিভিশন আইলিগ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। অন্যদিকে দীপ সাহা ও মহিতোষ রায় সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করলেও রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ ও দ্বিতীয় ডিভিশন আইলিগের কথা মাথায় রেখে তাদের সুপার কাপে রাখলেন না ব্রিটিশ কোচ।

#EastBengalFC #SuperCup #Reserves #Players #Squad