আগামী মরশুমের জন্য নতুন কোচের নাম ঘোষণা করার আগেই দল গঠনের কাজ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে মাঝখানে কিছুটা থিতিয়ে গেলেও বর্তমানে দলবদলের বাজারে ফের সক্রিয় হয়ে উঠেছে কলকাতার এই প্রধান। আসলে দল গঠনের ক্ষেত্রে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাজেট সমস্যা। তাই সীমিত অর্থ নিয়েই শক্তিশালী দল তৈরি করতে চাইছে ইস্টবেঙ্গল।
শোনা গিয়েছে, দলের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার ক্ষেত্রেই নাকি বিশেষ জোর দিচ্ছেন দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। তার পরামর্শ মেনেই দল গঠন ও বিদেশি বাছাইয়ের কাজ শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। দলের সেন্ট্রাল ডিফেন্সকে মজবুত করার লক্ষ্যে এবার একাধিক অপশন খুঁজতে শুরু করেছে মশাল ব্রিগেড।
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই ভেসে আসছিল সবুজ-মেরুন তারকা স্লাভকো ডামজানোভিচের নাম। মনে করা হচ্ছিল আগামী মরশুমের জন্য তাকেই নাকি দলে চাইছে ইমামি ইস্টবেঙ্গল শিবির। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছিল বহুদূর। তবে যতদূর জানা যাচ্ছে, সবুজ-মেরুনের এই তারকা ডিফেন্ডার কে দলে টানতে এবার লাল-হলুদের পাশাপাশি নাকি আসরে নেমেছে কেরালা ব্লাস্টার্স। তার জন্য নাকি বিরাট অঙ্কের অর্থ ও বরাদ্দ করা হয়েছে। যা লাল-হলুদের থেকে অপেক্ষাকৃত অনেকটাই বেশি। যারফলে, মোহনবাগান ছেড়ে স্লাভকোর কেরালা উড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
যারফলে, ডিফেন্ডার সই করানো নিয়ে নতুন করে দেখা দিল ধোঁয়াশা। এক্ষেত্রে নাকি অন্যান্য অপশনের দিকে নজর রাখছে লাল-হলুদ। উল্লেখ্য, স্লাভকো ডামজানোভিচের পাশাপাশি কিছুদিন ধরেই অজি তারকা জেমস দোনাচি ও ফারেন আর্নাউটের সাথেও কথাবার্তা চালাচ্ছে ইমামি ম্যানেজমেন্ট। তবে এক্ষেত্রে দোনাচি কে দলে টানতে গেলে বেশ বড়সড় রকমের অর্থ খরচ করতে হবে ইস্টবেঙ্গল কে। তাই এক্ষেত্রে অপেক্ষাকৃত কম খরচে আর্নাউট কে দলে টানতে পারে লাল-হলুদ ব্রিগেড।