মেঘের তর্জন-গর্জন রয়েছে তবুও বৃষ্টির দেখা নেই। বর্তমানে এমনই পরিস্থিতি কলকাতা ময়দানের ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) । ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চলতি মরসুমে প্রথমেই টানা সাত ম্যাচে পয়েন্ট হাতছাড়ার পর কার্যত হার স্বীকার করে নিয়েছিল ময়দানের এই প্রধান। তবে নতুন কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) জাদুর কাঠির ছোঁয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দল। দায়িত্ব নেওয়ার বেশ কয়েক ম্যাচ খেলার পর লিগ টেবিলে লাস্ট-বয়ের তকমা মুছেছিল মশাল ব্রিগেড। বর্তমানে ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে ১১ নম্বরে অবস্থান ক্লেন্টন-দিমিত্রিয়সদের। এরই মধ্যে আজ মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে চলতি মরসুমে বছরের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ শিবির।
২০২৪ সালে সেরা ১০ তালিকায় বাগান এবং লাল-হলুদের দুই ফুটবলার
জানুয়ারি মাস ইস্টবেঙ্গলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এব্বং চ্যালেঞ্জজিং। এই মাসেই পাঁচ ম্যাচে খেলতে নামবে তারা। সেখানে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের মতো ফুটবল দল। তাই আসন্ন ম্যাচ গুলোকে মাথায় রেখে লাল-হলুদ কোচ জানান,“আমরা যদি এই মাসে পয়েন্ট না পাই, তাহলে আমাদের কোন আশা থাকবে না সেরা ছয়ের দৌড়ে টিকে থাকার।”
আইপিএল ২০২৫ অধিনায়কের তালিকায় কারা?
স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো আরও বলেন, “প্রথম সাতটি ম্যাচে পয়েন্ট না পাওয়ার কারণে আমাদের অনেক পিছিয়ে যেতে হয়েছে। এখন আমাদের লক্ষ্য সেরা ছয়ে পৌঁছানো, কিন্তু সে জন্য আমাদের অনেক কিছু মেনে চলতে হবে। কোচিং, ফুটবলারদের পারফরম্যান্স, চোট-আঘাত এবং রেফারিং সবকিছুর ওপর নির্ভর করবে আমাদের পারফরম্যান্স। আমরা এখন প্রতিটি ম্যাচে পয়েন্ট অর্জন করতে চাই, এবং আমরা গত কয়েকটি ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই।”
হাতে ছয় দিন, ডেডলাইন গম্ভীর এবং বিসিসিআইয়ের!
গতকালকের সাংবাদিক আজকের প্রতিপক্ষ মুম্বই প্রসঙ্গে অস্কার ব্রুজো জানিয়েছিলেন, “আমরা জানি, মুম্বই সিটি এফসি কোথায় শক্তিশালী এবং কোথায় দুর্বল। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হবে, যাতে মাঠে সফল হতে পারি।” এই লক্ষ্যে আজ ইস্টবেঙ্গলের প্রথম একাদশেই রয়েছেন চার বিদেশি হিজাজি মাহের, হেক্টর ইউস্তে, গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস এবং অধিনায়ক ক্লেন্টন সিলভা। গোলকিপার প্রভসুখন গিল, রক্ষণভাগে আনোয়ার আলীর সঙ্গে প্রভাত লাকড়া। মাঝ মাঠের দায়িত্বে জিকসন সিং এবং পিভি বিষ্ণু। রাইট ব্যাকে নন্দ কুমার।
Your polas to take on the #Islanders at the VYBK tonight! 🏟️
Hector returns to the starting XI. 🔴🟡#JoyEastBengal #ISL #EBFCMCFC pic.twitter.com/jowVwbrei2
— East Bengal FC (@eastbengal_fc) January 6, 2025