ডার্বিতে খেলতে পারবেন সাউল ক্রেসপো? জানিয়ে দিলেন অস্কার

অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। আইএসএলের একাধিক শক্তিশালী দলের বিপক্ষে এসেছে জয়। যা নিঃসন্দেহে খুশি…

East Bengal’s head coach Oscar Bruzon on team performance at ISL

অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। আইএসএলের একাধিক শক্তিশালী দলের বিপক্ষে এসেছে জয়। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তবে চোট আঘাতের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ময়দানের এই প্রধানের। গত ওডিশা ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয় দলের দুই দাপুটে ফুটবলারদের। যার মধ্যে এসিএল ইঞ্জুরি থাকায় চলতি মরসুমে আর মাঠে নামতে পারবেন না ফরাসি তারকা মাদিহ তালাল। এক কথায় যা বিরাট বড় ধাক্কা দলের কাছে। তবে তিনি একানন বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো।

যারফলে গত কয়েকটি ম্যাচে তাঁকে মাঠ পায়নি ইস্টবেঙ্গল। তবে সময়ের সাথে সাথেই সুস্থ হয়ে উঠছেন ক্রেসপো। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা এই বিদেশি ফুটবলারের। হায়দরাবাদ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সেই নিয়েই মুখ খোলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন‌‌‌। তিনি বলেন, ” সাউল ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। খুব শীঘ্রই মাঠে ফিরে আসবেন। তবে ডার্বি ম্যাচে সাউল ক্রেসপোকে মাঠে পাওয়া কিছুটা কঠিন হবে। তবে আশা করছি পরের ম্যাচ গুলোতে খেলতে পারবে”।

   

East Bengal FC footballer Saul Crespo Returns to Training

কোচের কথা অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী গোয়া ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন স্পেনের এই মিডফিল্ডার। যা কিছুটা হলেও স্বস্তি দেবে লাল-হলুদ সমর্থকদের। কিন্তু তাঁর আগে মোট তিনটি ম্যাচ খেলতে হবে মশাল ব্রিগেডকে। যেখানে তাঁদের লড়াই করতে হবে যথাক্রমে হায়দরাবাদ এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। সাউল ক্রেসপোর অনুপস্থিতিতে এই তিনটি ম্যাচে জয় সুনিশ্চিত করাই অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গলের নব নিযুক্ত কোচের।

ওডিশা এফসির কাছে পরাজিত হওয়ার পর গত দুইটি ম্যাচে যথাক্রমে পাঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসির বিপক্ষে জয় আসায় যথেষ্ট আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা। সেই জয়ের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য সৌভিক চক্রবর্তীদের।