দিল্লিতে মশাল জ্বালিয়ে লিগ শীর্ষে মহিলা ব্রিগেড

East Bengal defeated Sribhumi FC 1-0

৬ ফেব্রুয়ারি ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL 2024-25 Session ) ম্যাচে আম্বেদকর স্টেডিয়ামে হপস এফসির (HOPS FC) মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ০-১। হপসকে পরাজিত করে মোট ১৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মহিলা মশাল ব্রিগেড। ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয়, একটিতে ড্র এবং পরাজিত হয়েছে। একমাত্র পরাজয়টি গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে। অন্যদিকে, হপস এফসি এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে, যেখানে তাদের একমাত্র পয়েন্টটি কিকস্টার্ট এফসির বিরুদ্ধে ড্র করার ফলস্বরূপ এসেছে।

   

এদিনের ম্যাচ দেখে একমুহূর্তের জন্য মনে হয়নি লড়াই হচ্ছে লিগের ফাস্ট গার্ল এবং লাস্ট গার্লের মধ্যে। পুরো ম্যাচটাই ছিল এক ধরনের নীরস, যেখানে দুটি দলের খেলা ছিল কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া। লাল-হলুদ শিবিরের ফুটবলাররা মাঝমাঠে তেমন কোনো গতি বা স্থান তৈরি করতে পারছিল না। কিন্তু হপস এফসি তাদের রক্ষণে শক্তিশালী ছিল, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করছিল।

হপস এফসি কিন্তু ম্যাচের বেশ কিছু সময় পর্যন্ত ইস্টবেঙ্গলকে চাপে রাখতে সক্ষম হয়েছিল, তাদের রক্ষণ যথেষ্ট ভালো ছিল। এমনকি তারা ম্যাচ থেকে এক পয়েন্টও পেতে পারতো, যদি না ম্যাচের ৪০ মিনিটের পর এক অবিশ্বাস্য গোল হজম করতে হতো। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য তথা দক্ষিণী স্ট্রাইকার সৌম্যা গুগুলথের একমাত্র গোলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে মহিলা মশাল ব্রিগেড বেশ বেশি আক্রমণ করলেও তাদের খেলায় ধরনের তেমন নজর কারা কিছু ছিল না। তারা বারবার হপস সীমানায় আক্রমণ চালালেও, ফিনিশিং এর অভাবে গোল করার সুযোগ হারায়। একাধিক শট পোস্টে কিংবা ক্রসবারে লেগে ফিরে আসে। তাদের আক্রমণাত্মক খেলা আরও বেশি সক্রিয় হলেও, তারা কোনো পরিকল্পনা নিয়ে খেলতে পারেনি। হপস এফসির দারুণ রক্ষণের কারণে, ম্যাচের ব্যবধান এক গোলেই সীমাবদ্ধ থাকে।

এখন ইস্ট বেঙ্গল তাদের পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, যখন হপস এফসি তাদের সেরা খেলাটা তুলে ধরতে চেষ্টা করবে, যাতে তাদের পয়েন্টের সংগ্রহ বাড়ানো যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleভেঙে পড়ল বায়ু সেনার যুদ্ধবিমান, অল্পের জন্য প্রাণে রক্ষা পাইলটের
Next articleস্কুলের ভুলে অ্যাডমিট না পাওয়ার পর, হাইকোর্টের কড়া নির্দেশ
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।