কিছুক্ষণ বাকি। তারপরেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে আইলিগের ক্লাব নামধারী এফসির বিপক্ষে। গত সাউথ ইউনাইটেড ম্যাচের মত এই ম্যাচে ও বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করতে চান অস্কার ব্রুজো। সেইমতো গত কয়েকদিন দলকে অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ। এক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি মাঝমাঠে ও যথেষ্ট নজর দিয়েছেন অস্কার। স্বাভাবিকভাবেই দলের মধ্যে যে বেশ কিছু বদল আসবে মিলেছিল সেই ইঙ্গিত।
সেটাই হল এবার। চার বিদেশিকে সামনে রেখেই নিজের একাদশ সাজিয়েছেন এই হাইপ্রোফাইল কোচ। আজ দলের তিন কাঠির প্রহরী হিসেবে থাকছেন পাঞ্জাবী তারকা প্রভসুখান সিং গিল। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে লালচুংনুঙ্গা, আনোয়ার আলি, মার্তন্ড রায়না, মহম্মদ রাওকিপ। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো, এবং ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা। দুই উইংয়ে থাকছেন যথাক্রমে জাতীয় দলের দুই তারকা ফুটবলার। নাওরেম মহেশ সিং এবং বিপিন সিং।
পাশাপাশি আক্রমণভাগে ঝড় তোলার জন্য থাকছেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। বলাবাহুল্য গত ম্যাচে ফ্রিকিক থেকে ম্যাচের শেষ মুহূর্তে গোল পেয়েছিলেন দিমি। আজ ও সেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকবে আইএসএলের একবারের গোল্ডেন বুট জয়ী এই ফুটবলারের। তাঁর ফর্মে থাকা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে ইস্টবেঙ্গল দলকে। তাছাড় কিছুদিন আগেই শহরে এসেছেন দলের ষষ্ঠ বিদেশি তথা মরোক্কান তারকা হামিদ আহদাদ। আপাতত তাঁকে রিজার্ভে রেখেই শুরু করতে চলেছে মশাল ব্রিগেড।
এছাড়াও রিজার্ভ বেঞ্চে থাকছেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে সহ এডমুন্ড লালরিন্ডিকা থেকে শুরু করে নন্দকুমার সেকার ও সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা। প্রয়োজন বুঝে তাঁদের মাঠে নামাতে পারেন ইস্টবেঙ্গল কোচ।