East Bengal FC: রিচার্ডের পর ইস্টবেঙ্গলে মেসি!

খুব শীঘ্রই নতুন বিদেশি বিদেশি ফুটবলারের (New Foreign Footballer) নাম ঘোষণা করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সূত্রের খবর অনুযায়ী ক্যামেরুনের (Cameroonian Footballer) সেন্টার…

East Bengal FC like to New Footballer Raphael Messi Bouli

খুব শীঘ্রই নতুন বিদেশি বিদেশি ফুটবলারের (New Foreign Footballer) নাম ঘোষণা করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সূত্রের খবর অনুযায়ী ক্যামেরুনের (Cameroonian Footballer) সেন্টার ফরওয়ার্ড রাফায়েল এরিক মেসি বাউলির (Raphael Messi Bouli) সঙ্গে চুক্তি করে ফেলেছে মশাল ব্রিগেড। এখন শুধুই সরকারি ভাবে দলের তরফে ঘোষণার অপেক্ষা।