আইএফএ শিল্ডের জন্য কাদের রেজিস্ট্রেশন করাল ইস্টবেঙ্গল?

আগামী বুধবার থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। যেদিকে নজর রয়েছে গোটা বাংলার ফুটবলপ্রেমী মানুষদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ই অক্টোবর এই টুর্নামেন্টের প্রথম…

East Bengal Women’s Team Returns to Kolkata After Historic AFC Women’s Champions League Qualification

আগামী বুধবার থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। যেদিকে নজর রয়েছে গোটা বাংলার ফুটবলপ্রেমী মানুষদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ই অক্টোবর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইলিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসি। যেটি আয়োজিত হতে হয়েছে কল্যাণী স্টেডিয়ামে। তারপর কয়েকদিনের বিশ্রামে দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের লড়াই করতে আইলিগের আরেক শক্তিশালী ফুটবল দল নামধারী এফসির সঙ্গে। গত ডুরান্ড কাপের পর এবার এই টুর্নামেন্টের দিকে নজর রয়েছে সকলের।

Advertisements

এক্ষেত্রে সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করিয়েছে ম্যানেজমেন্ট (East Bengal)। যেখানে সিনিয়র ফুটবলারদের পাশাপাশি স্থান পেয়েছেন বিনো জর্জের রিজার্ভ দলের বহু ফুটবলার। এক্ষেত্রে গোলরক্ষক হিসেবে রয়েছেন প্রভসুখান সিং গিল, দেবজিত মজুমদার এবং গৌরব সাউ। রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে রয়েছেন যথাক্রমে আনোয়ার আলি, মহম্মদ রাওকিপ, সুমন দে, বিক্রম প্রধান, মার্তন্ড রায়না, লালচুংনুঙ্গা, জয় গুপ্তা এবং কেভিন সিভিলে। মাঝমাঠের ফুটবলারদের মধ্যে রয়েছেন সাউল ক্রেসপো, জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, মহম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরা।

   

আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে আপাতত শিল্ডের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকা, নাওরেম মহেশ সিং, ডেভিড লালহানসাঙ্গা, পিভি বিষ্ণু, জেসিন টিকে, হামিদ আহদাদ এবং সায়ন বন্দোপাধ্যায়। বলাবাহুল্য, এই টুর্নামেন্টের জন্য নিজেদের মোট পাঁচ বিদেশি ফুটবলারদের নথিভুক্ত করেছে মশাল ব্রিগেড। ইবসুকি খুব শীঘ্রই ভারতে আসলে ও আসন্ন টুর্নামেন্টে তাঁর খেলার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জুনিয়র দলের ফুটবলারদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে হায়দরাবাদের ক্লাব শ্রীনিধি ডেকান এফসির।

সেইমতো গত সোমবার নিজেদের সোশ্যাল সাইটে জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের তরফে। সেক্ষেত্রে নিজেদের রিজার্ভ দলকেই মাঠে খেলাতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।