East Bengal FC : নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ শিবির নতুন তিন ফুটবলার কারা?

    ইন্ডিয়ান সুপার লিগে (ISL) হারের ডবল হ্যাটট্রিক করে হতাশ হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ফুটবলার (Footballer) থেকে সমর্থকরা। যদিও শেষ ম্যাচে মহামেডানের…

East-Bengal-FC new singings

short-samachar

   

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) হারের ডবল হ্যাটট্রিক করে হতাশ হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ফুটবলার (Footballer) থেকে সমর্থকরা। যদিও শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ড্র এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করার পর আগের তুলনায় লাল-হলুদ ফুটবলাররা ফর্মে ফিরেছে বলে জানান দলের প্রাক্তন ফুটবলাররা। দলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো আগেই জানিয়েছিলেন সব ম্যাচের ফলাফল ঠিক থাকলে আইএসএলের প্লে অফে খেলবে মশাল ব্রিগেড। এরই মধ্যে ইস্টবেঙ্গলে নাম লেখালেন (New Signings) আরও তিন ফুটবলার।

নিলামে নথিভুক্ত বয়স্ক ক্রিকেটারের নাম শুনে আঁতকে উঠলেন ক্রিকেট প্রেমীরা

আইএফএফ ইউথ লিগ (AIFF Youth League) ২০২৪-এ নিজেদের দল শক্তিশালী করতে নতুন তিন ফুটবলারকে যোগদান করালেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল ক্লাবটি কাসারগোড়ের জনপ্রিয় জেআর ফুটবল একাডেমি থেকে তিন তরুণ প্রতিভাবান ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। নতুন সই করা ফুটবলাররা হলেন— মহম্মদ শিফাজ এবি, নব্বান আব্বাস এবং আবদুল্লাহ রিয়ান পিএস।

এই তিনজন ফুটবলারই JR ফুটবল একাডেমির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তাঁদের দক্ষতা এবং দৃঢ় মনোভাবের জন্য একাডেমি থেকে প্রশংসিত হয়েছে। তাঁরা ইস্টবেঙ্গল ক্লাবের যুব দলে যোগ দেওয়ার মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করবে, যেখানে তারা ভবিষ্যতে লাল-হলুদ সিনিয়র দলেও নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে।

Sunil Gavaskar : কেকেআর প্রাক্তন অধিনায়ককে কোন দল নেবে? জানালেন ভারত কিংবদন্তি

মহম্মদ শিফাজ এবি একজন প্রতিভাবান মিডফিল্ডার, যার পাসিং এবং বল নিয়ন্ত্রণের দক্ষতা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তরুণ এই ফুটবলারের গতিশীলতা এবং টেকনিকাল অ্যাবিলিটি তাঁকে যুব দলের জন্য একটি শক্তিশালী অস্ত্র বানাতে পারে।

Morne Morkel : ভারতীয় বোলারদের নিয়ে ‘বিস্ফোরক’ বোলিং কোচ মর্নি মর্কেল

নব্বান আব্বাস, সুমহান গতির জন্য বিশেষভাবে পরিচিত। উইঙ্গার হিসেবে দলের আক্রমণকে আরও কার্যকরী করতে নব্বান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এক্সইসঙ্গে আবদুল্লাহ রায়হান পিএস একজন ফরোয়ার্ড যিনি গোল করার জন্য প্রতিনিয়ত কাজ করেন। তাঁর গোলমুখী প্রবণতা এবং শট নেওয়ার ক্ষমতা তাঁকে দলের জন্য একটি কার্যকরী ফিনিশার বানাতে পারে।

Jhulan Goswami : শিশুদের সঙ্গে কোন বিশেষ কর্মসূচিতে ব্যস্ত ‘চাকদহ এক্সপ্রেস’

ইস্টবেঙ্গলের ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছে যে, তাঁরা যুব ফুটবলকে বড় পরিসরে পরিচিত করতে এবং নতুন প্রতিভা উদযাপন করতে সদা প্রস্তুত। এই তিন ফুটবলারের যোগদান আগামী কয়েক বছরের জন্য ক্লাবের শক্তিশালী ফুটবল কাঠামো তৈরি করতে সাহায্য করবে।