মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদ ঝড়ে জ্বলে উঠল নিভে যাওয়া মশাল। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ শেষে দুরন্ত কামব্যাক ইস্টবেঙ্গলের (East Bengal FC)। পূর্ব নির্ধারিত সূচি (ISL) অনুযায়ী এদিন সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে শক্তিশালী পাঞ্জাব এফসির (Punjab FC) মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। সম্পূর্ন সময়ের শেষে জয় সুনিশ্চিত হয়ে গেলেও লড়াইটা খুব একটা সহজ ছিল না। তবে ম্যাচের হাফ টাইমে হেড কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)মন্ত্রেই যে দলের ফুটবলাররা জ্বলে উঠেছিল সে কথা ম্যাচ শেষে জানিয়ে দিয়েছেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। একইসঙ্গে দল প্লে অফে (Play Off) নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে কিনা সেই বিষয়েও জানিয়েছেন তিনি।
ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে কী বললেন ডিলমপেরিস ?
বর্তমানে চোটে কাবু মশাল বাহিনী। সাউল ক্রেসপো এবং মাদিহ তালালের পাশাপাশি দলের আরও একাধিক গুরুত্বপূর্ণ তারকা ফুটবলার চোটে জর্জরিত। এই পরিস্থিতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্য পাওয়া যথেষ্ট কঠিন ছিল যেকোন দলের কাছে। তাই এই ম্যাচ নিয়ে প্রথম থেকেই যথেষ্ট চাপে ছিলেন সকলে।
তবে অস্কার ব্রুজন দলের দায়িত্বে থাকতে সহজে যে ইস্টবেঙ্গল হার মানবে না তাঁর প্রমাণ মিলে ছিল অনেক আগেই। ফের প্রমাণিত হল সেই কথা। এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল লাল-হলুদ ফুটবলারদের। প্রথমেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন ডেভিড। কিন্তু সেটা কার্যকরী হয়নি। অফসাইডের জন্য বাতিল করা হয়েছিল সেই গোল। পরবর্তীতে সুযোগ বুঝেই ব্যবহার বাড়াতে শুরু করে পাঞ্জাব এফসি। আজমির সুলজিক এবং ভিদালের গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও জয় নিশ্চিত করতে পারেননি প্যানাজিওটিস ডিলমপেরিস।
হাফ টাইমে অস্কার কী বলেছিলেন, ফাঁস করলেন সৌভিক চক্রবর্তী
দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র কুড়ি মিনিটের মধ্যে লাল-হলুদ ঝড়ে কার্যত ছাড়খাড় হয়ে যায় পাঞ্জাব দল। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে আসে জয়। যা নিঃসন্দেহে খুশি করেছে ইস্টবেঙ্গল সমর্থকদের। তবে কোন মন্ত্রে এদিন পাঞ্জাব বধ হয়েছিল, ম্যাচ জিতে এবার সেই কথা ফাঁস করলেন লাল-হলুদ ফুটবলার সৌভিক চক্রবর্তী। তিনি জানান, “ইস্টবেঙ্গলের ইতিহাসে লড়াকু মনোভাব সবসময় রয়েছে। হাফ টাইমে কোচ প্রচন্ড ভাবে উজ্জীবিত করেছিল। তারপর আমরা আমাদের ১০০ শতাংশ দিয়েছি। প্রথমার্ধে আমরা আমাদের ১০০ শতাংশ দিই নি। তবে সেই কথা মাথায় রেখে দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিয়েছি।”
ড্র গাব্বা টেস্টে, তবুও কেন দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট প্রেমীদের? দেখুন
এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় এই ম্যাচে কামব্যাকের পর তোমাদের মধ্যে কি বিশ্বাস রয়েছে প্রথম ছয়ে শেষ করতে পারবে। সৌভিক সেই প্রসঙ্গে বলেন, ” অবশ্যই এখনও অনেক দেরি। তবে আমরা সব সময়ই আত্মবিশ্বাসী যে আমরা প্রথম ছয়ে যেতে পারব।”