East Bengal ডিফেন্ডারের পোস্টে কিশোর কুমারের গানের লাইন

আন্তর্জাতিক বিরতির কারণে আপাতত চলছে না ইন্ডিয়ান সুপার লিগ। লিগ চলছে না বলে অনুশীলন কিন্তু বন্ধ নেই। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবেও চলছে অনুশীলন। ক্লাবের মাঠে…

East Bengal

আন্তর্জাতিক বিরতির কারণে আপাতত চলছে না ইন্ডিয়ান সুপার লিগ। লিগ চলছে না বলে অনুশীলন কিন্তু বন্ধ নেই। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবেও চলছে অনুশীলন। ক্লাবের মাঠে ফ্লাড লাইটের নীচে প্র্যাক্টিস করানো হচ্ছে। অনুশীলনের টুকরো টুকরো মুহুর্ত উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি ইস্টবেঙ্গলের ফুটবলার নিশু কুমার নিজের প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। ক্লাবের সতীর্থ হরমনজ্যোৎ সিং খাবরার সঙ্গে বল কাড়াকাড়ির লড়াইয়ের দু’টি ছবি পোস্ট করেছেন নিশু। ছবি দু’টির সঙ্গে ক্যাপশনে দেওয়া একটি লাইন। কিশোর কুমারের গাওয়া একটি গানের লাইন।

নিশু কুমার তাঁর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘Jahan Teri Yeh Nazar Hai…’। গানটি কিশোর কুমারের গাওয়া, কালিয়া সিনেমার গান। মিউজিক ডিরেক্টর রাহুল দেব বর্মন। ছবি ডিরেক্টর তিনু আনন্দ। নিশুর পোস্টের সঙ্গে অবশ্য এই সিনেমার কোনও সম্পর্ক আদৌ নেই। এখানে তাঁর এবং খাবার ‘Nazar’ ছবিতে দেখা ফুটবলের দিকে।

Advertisements

ইস্টবেঙ্গল এবারের মরসুমের শুরুতে জিতেছিল কলকাতা ডার্বি। ডুরান্ড কাপ জেতার খুব কাছে চলে গিয়েছিল দল। মরসুমের মাঝপথে ক্লাবে এসেছে কলিঙ্গ সুপার কাপ। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে দলের পারফরম্যান্স এবারেও আশানুরূপ নয়। অংকের বিচারে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা থাকলেও তা খুব কঠিন। তবে চাপ থাকলেও লাল হলুদ শিবিরের অন্দরে আপাতত ফুরফুরে মেজাজেই রয়েছেন ফুটবলাররা।