East Bengal FC: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবে তালাল?

ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গত মরশুমের তুলনায় খাতায় কলমে এবার ইস্টবেঙ্গলের দল অনেকটাই শক্তিশালী। কিন্তু…

Madih Talal

ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গত মরশুমের তুলনায় খাতায় কলমে এবার ইস্টবেঙ্গলের দল অনেকটাই শক্তিশালী। কিন্তু সমস্যা ফিটনেস নিয়ে। মরশুমের শুরু থেকে চোট-আঘাতজনিত সমস্যার সঙ্গে লড়তে হচ্ছে লাল হলুদ ব্রিগেডকে।

রোনাল্ডোই সর্বকালের সেরা! সংখ্যাই বলে দিচ্ছে সবটা

   

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলার জন্য ইতিমধ্যে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে লাল হলুদ স্কোয়াড। কলকাতা ছাড়ার আগে পুরো দমে হয়েছে অনুশীলন। ফুটবলারদের বেশ চনমনে দেখিয়েছে। দলের অনুশীলন সংক্রান্ত আপডেট পাওয়ার পর ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা নিশ্চিয় কিছুটা আশ্বস্ত হয়েছেন।

ইস্টবেঙ্গলের স্কোয়াডে এবার একাধিক নামকরা খেলোয়াড়। তারকা ভারতীয় ফুটবলারদের পাশাপাশি রয়েছেন হেভিওয়েট বিদেশি ফুটবলার। চোট সমস্যার কারণে এখনও পুরো দলকে মাঠে নামানোর ঝুঁকি নিতে পারেননি হেড কোচ কার্লেস কুয়াদ্রত। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ পুরো দল মাঠে নামাতে পারবেন না।

জাতীয় দলে ফেরার দরজা প্রায় বন্ধ? ভারতের হয়ে করেছিলেন সেঞ্চুরি

ইস্টবেঙ্গলের রক্ষণভাগে চোট সমস্যা রয়েই গিয়েছে। নিশু কুমার, প্রভাত লাকরা কবে মাঠে ফিরবেন সে ব্যাপারে কোনও সদুত্তর নেই। চোটের কবলে রয়েছেন মহম্মদ রাকিপ। তবে কিছুটা স্বস্তি বিদেশি ব্রিগেড নিয়ে। বিদেশি ফুটবলাররা অনুশীলন করেছেন চুটিয়ে। মাদিহ তালালের ফিটনেস নিয়ে সংশয় ছিল। তিনিও অনুশীলন করেছেন দলের সঙ্গে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা ‘ফিট’ বলেই মনে করা হচ্ছে। কুয়াদ্রত কাকে কোন কোন ফুটবলাররা রেখে প্রথম একোডস সাজাবেন এখন সেটাই দেখার।