Jordan O’Doherty: কলকাতায় অনেক দিনের এই ইচ্ছা পূরণ করলেন ইস্টবেঙ্গলের দোহার্তি

অনেক প্রত্যাশা রয়েছে তাঁকে কেন্দ্র করে। তিনি নিজেও মুখে রয়েছেন লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন বলে। এরই মধ্যে দুর্গোৎসবে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ…

East Bengal FC footballer Jordan O'Doherty

অনেক প্রত্যাশা রয়েছে তাঁকে কেন্দ্র করে। তিনি নিজেও মুখে রয়েছেন লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন বলে। এরই মধ্যে দুর্গোৎসবে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হল ইস্টবেঙ্গলের ফুটবলার জর্ডন ও’ দোহার্তির (Jordan O’Doherty)। 

Advertisements

অস্ট্রেলিয়ার জর্ডন ও’ দোহার্তি আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। তাঁর খেলার ধরণ, মাঝমাঠের নেতৃত্ব প্রদানের কিছু ঝলক সামাজিক মাধ্যমে রয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা তাঁদের নবাগত বিদেশি ফুটবলার সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়ে রেখেছেন। অস্ট্রেলিয়ান তারকাকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ বেড়েছে উত্তরোত্তর।

   

সম্প্রতি দোহার্তিকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ইস্টবেঙ্গল এফসি। সেখানে দেখানো হয়েছে, উৎসবের মেজাজে কলকাতা পরিক্রম করছেন তিনি। দুর্গা পুজো মণ্ডপ থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সবই ঘুরে দেখেছেন। সেই সঙ্গে খেয়েছেন বিরিয়ানি।

ভিডিওতে দোহার্তি জানিয়েছেন যে বিরিয়ানি খাওয়ায় জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে তাঁকে। অবশেষে প্রাপ্তি, প্রতীক্ষার অবসান। খাঁটি বাঙালির মতো হাত দিয়ে জমিয়ে বিরিয়ানি খেয়েছেন রেস্তোরাঁয় বসে। এও এক অভিজ্ঞতা হল অস্ট্রেলিয়ান ফুটবলারের।