ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার এখন অতীত। লাল-হলুদ শিবিরের (East Bengal FC) সামনে নতুন চ্যালেঞ্জ এএফসি চ্যালেঞ্জ লিগ (AFC Challenge League)। ২৬ অক্টোবর থেকে অভিযান শুরু, প্রথমেই প্রতিপক্ষ ভুটানের পারো এফসি। এছাড়াও মশাল ব্রিগেডের এই গ্ৰুপে রয়েছে বাংলদেশের ক্লাব বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমেহ এসসি। এই টুর্নামেন্টে দলে সুযোগ পেলেন দুই তরুণ ফুটবলার।
East Bengal FC : কোন ফর্মুলাতে প্লে অফ খেলবে দল, টার্গেট বেঁধে দিলেন অস্কার
কিন্তু আইএসএলের নতুন মরশুমে দলের যা হতশ্রী পারফরম্যান্স তাতে এই টুর্নামেন্ট নিয়ে খুব একটা আশাবাদী নন ইস্টবেঙ্গল সমর্থকরা। বর্তমানে টানা আট ম্যাচে জয়ের মুখ দেখেনি কলকাতা ময়দানের এই প্রধান। ডুরান্ড কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ।
East Bengal FC : ইস্টবেঙ্গল দলে ক্রেসপোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন বাগান কোচ
সব ক্ষেত্রেই কার্যত হতাশাজনক পারফরম্যন্স থেকেছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, ক্লেন্টন সিলভা এবং সল ক্রেসপোদের। এমনকি মরসুমের প্রথম ডার্বি ম্যাচে ও পরাজিত হতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে।
লক্ষ্য হায়দরাবাদ, বুধবার বাগানের অনুশীলনে অনুপস্থিত কোন ফুটবলার
এই পরিস্থিতিতে আগামী ২৬ তারিখ থেকে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করবে অস্কার ব্রুজনের ছেলেরা। যেখানে প্রথম ম্যাচেই তাঁদের খেলতে হবে আয়োজক ভুটানের শক্তিশালী ফুটবল ক্লাব পারো এফসির সঙ্গে। এই টুর্নামেন্টে লাল-হলুদ শিবির দলে আনল আরও দুই তরুণ ফুটবলারকে নাসিব রহমান এবং মনোতোষ চাকলাদার। তাঁরা দুজনেই আজ সকালে ভুটানের উদ্দেশে পড়ি দেবেন।
UPDATE: Naseeb Rahman and Monotosh Chakladar are leaving for Bhutan today to play in the AFC Challenge League. #JoyEastBengal #EastBengalFC #AFCChallengeLeague2024 pic.twitter.com/JlA4tC1kNl
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) October 24, 2024