ডুরান্ড কাপ (Durand Cup) এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) যোগত্যা অর্জনের ম্যাচে চরম ব্যর্থতার পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচ হারের পর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই দুর্দিনের মধ্যেই দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুপার কাপ জয়ী স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। এই চরম দুর্দশার মধ্যেও নতুন কোচের দেখানো পথেই এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) অভিযান শুরু করে মশাল বাহিনী। লিগের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের বসুন্ধরার বিরুদ্ধে বড় জয় পেলেন ক্লেন্টন সিলভা, মাদিহ তালালরা।
দীর্ঘ দশ ম্যাচ পর জয়ের স্বাদ পেল লাল-হলুদ শিবির। মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং বসুন্ধরা কিংস। এই ম্যাচেই বাংলাদেশের এই ফুটবল ক্লাবকে গোলের মালা পরাল আনোয়ার অলিরা। ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল করেন অস্কারের ছেলেরা। যদিও দ্বিতীয়ার্ধে গোল দরজা খুলতে পারে নি কোন দলই। এদিনের ম্যাচে লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty) এবং আনোয়ার আলি (Anwar Ali)।
দলের হয়ে প্রথম গোল করে ম্যাচের শেষে সৌভিক জানিয়েছেন, “অবশ্যই খুবই ভালো লাগছে, আশা করব আমার গোলের থেকেও গুরুত্বপূর্ণ দল যেন জয়ের ধারা বজায় রাখে এবং প্রতিটি ম্যাচেই দল যেন এই ভাবে পারফর্ম করতে পারে।”
Souvik reflects on his maiden East Bengal goal! 🗣️#JoyEastBengal #ChallengeLeague #EBFCInAsia pic.twitter.com/NcLebsd19J
— East Bengal FC (@eastbengal_fc) October 29, 2024
অন্যদিকে লাল-হলুদ রক্ষণভাগের ফুটবলার আনোয়ার আলী বলেন, “আমি প্রচন্ড খুশি। এত বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পেরেছি। গোল করেছি। লাল-হলুদ জার্সিতে প্রথম গোল পাওয়ার অপেক্ষায় ছিলাম। সেটা হয়েছে। আশা করি আগামী দিনে ও এভাবেই গোল করে দলকে সাহায্য করতে পারব। আমি আজ খুবই খুশি। জয় ইস্টবেঙ্গল।”
Anwar speaks about his first goal in East Bengal colours! 🗣️#JoyEastBengal #ChallengeLeague #EBFCInAsia pic.twitter.com/rBONuWARE0
— East Bengal FC (@eastbengal_fc) October 29, 2024