ওডিশা বধের লক্ষ্যে অস্কারে প্রথম একাদশে নেই ক্লেন্টন, আর কে কে বাদ পড়ল

আইএসএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার অ্যাওয়ে ম্যাচে ওডিশার (Odisha FC) বিরুদ্ধে জয়ের আশায় মাঠে নামছে লাল-হলুদ। ষষ্ঠ ম্যাচে জয়ের…

আইএসএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার অ্যাওয়ে ম্যাচে ওডিশার (Odisha FC) বিরুদ্ধে জয়ের আশায় মাঠে নামছে লাল-হলুদ। ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল?

   

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভাত লাকরা, আনোয়ার আলি, মাদিহ তালাল, দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, নন্দ কুমার, মহম্মদ রাকিপ, প্রভসুখন গিল, হিজাজী মাহের, সল ক্রেসপো, পি ভি বিষ্ণু, জিকসন সিং।