আইএসএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার অ্যাওয়ে ম্যাচে ওডিশার (Odisha FC) বিরুদ্ধে জয়ের আশায় মাঠে নামছে লাল-হলুদ। ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল?
Here’s how we line up for #OFCEBFC! 📋
Hijazi, Jeakson and Dimi return to the starting XI.
Vishnu gets his first start in this #ISL. #JoyEastBengal #EastBengalFC #LetsFootball pic.twitter.com/nibZR0wQeF
— East Bengal FC (@eastbengal_fc) October 22, 2024
ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভাত লাকরা, আনোয়ার আলি, মাদিহ তালাল, দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, নন্দ কুমার, মহম্মদ রাকিপ, প্রভসুখন গিল, হিজাজী মাহের, সল ক্রেসপো, পি ভি বিষ্ণু, জিকসন সিং।