আইএসএলের (ISL) মঞ্চে শনিবাসরীয় লড়াইয়ে চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে ওয়েন কোয়েলের (Owen Coyle) চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে মাঠে নামছে লিগ টেবিলের (League Table) লাস্ট বয় ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। আজ ম্যাচ জিতলেই লিগ টেবিলে নিজেদের অবস্থান পরিবর্তনের হাতছানি দিমিত্রিয়স-তালালদের সামনে। অস্কারের (Oscar Bruzon) প্রথম একাদশে দেখুনঃ
Advertisements
East Bengal FC : চেন্নাই ম্যাচে লালচুংনুঙ্গা, হেক্টরের পরিবর্তে কে? রইল ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ
Advertisements
Our lineup is out!📋
Lakra starts today and Mahesh returns to the starting XI! 🔴🟡#JoyEastBengal #ISL #CFCEBFC pic.twitter.com/58GV6mIuMe
— East Bengal FC (@eastbengal_fc) December 7, 2024


