‘আমরা বাংলাদেশী নই…’, মোহনবাগানের কাছে কাতর আর্জি লাল-হলুদ সমর্থকদের

আরজি কর কাণ্ডের প্রভাবে বাতিল হয়েছে কলকাতা ডার্বি (Mohun Bagan vs East Bengal)। চলতি মরশুমের প্রথম ডার্বি ম্য়াচ বাতিল হতেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত…

Mohun Bagan vs East Bengal

আরজি কর কাণ্ডের প্রভাবে বাতিল হয়েছে কলকাতা ডার্বি (Mohun Bagan vs East Bengal)। চলতি মরশুমের প্রথম ডার্বি ম্য়াচ বাতিল হতেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। রবিবাসরীয় বিকেলবেলা তাঁরা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে একত্রিত হন এবং শান্তিপূর্ণ মিছিল করতে থাকেন। পাশাপাশি শহরের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদী গর্জন শুরু করেন। এই ছবি ইতিমধ্যে কলকাতা ময়দানে ফুটবল ভ্রাতৃত্বের এক নয়া নজির কায়েম করেছে।

East Bengal সমর্থকদের জন্য সুখবর, প্রথম একাদশে স্টার প্লেয়ার

   

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। সুমিত দে নামের একজন ইস্টবেঙ্গল সমর্থক একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন, ‘মোহনবাগানী সমর্থকদের কাছে আমার একটাই অনুরোধ রয়েছে। আমরা বাঙাল, আমরা লোটা হতে পারি। আর আপনারা মাচা। কিন্তু, আমরা কখনই বাংলাদেশী নই। দয়া করে আমাদের আর বাংলাদেশী বলবেন না।’ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে।

Facebook Post

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। অনুমান করা হচ্ছে, ওই তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা গিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশজুড়ে ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন সাধারণ জনগণ। ইতিমধ্যে আরজি কর মেডিক্যাল কলেজের সুপার সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে।

মোহনবাগানের ত্রাস, লাল-হলুদের হৃদপিণ্ড! কোথায় হারিয়ে গেলেন পেন ওরজি?

উল্লেখ্য, চলতি ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে দুটো দলই দুটো করে ম্যাচে জয়লাভ করেছে। ডার্বি ম্যাচ বাতিল হওয়ার পর দুটো দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। নক আউট পর্বে ইস্টবেঙ্গলকে খেলতে হবে শিলং লাজংয়ের বিরুদ্ধে আর মোহনবাগান খেলতে নামবে জামশেদপুরের বিরুদ্ধে।