East Bengal FC: ফাঁস হল লাল-হলুদের তৃতীয় কিট, মন কাড়ছে সমর্থকদের

East Bengal FC

ব্রিটিশ কোচ স্টিফেন কন্সট্যান্টাইনকে বিদায় জানিয়ে বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতকে দলে আনে ইস্টবেঙ্গল (East Bengal FC) শিবির। তার হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। এসেই ডার্বি রঙ লাল-হলুদ করেছেন তিনি। গতবারের কয়েকজন থাকলেও বাদ বাকি সকলেই নতুন এই ক্লাবে। এই নতুন দল নিয়ে পৌঁছে গিয়েছিলেন ডুরান্ড কাপের ফাইনালে।

চূড়ান্ত সাফল্য না এলেও তার কাজে যথেষ্ট খুশি আপামর লাল-হলুদ জনতা। এবারের আইএসএলে তার দিকে তাকিয়ে সকলে। এসবের মাঝেইমাঝেই গত কয়েকদিন নিজেদের হোম কিট প্রকাশ করেছে ইমামি ইস্টবেঙ্গল দল। যেখানে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল গতবারের অধিনায়ক ক্লেটন সিলভাকে।

   

শেষ ফুটবল সিজনে দলের পারফরম্যান্স খুব একটা নজরকাড়া না থাকলেও এককভাবে যথেষ্ট সফল থেকেছেন ক্লেটন। সেজন্য এবার তাকে সামনে রেখেই নিজেদের হোম জার্সি প্রকাশ করেছিল লাল-হলুদ ব্রিগেড। যা সহজেই মন জিতে নিয়েছিল দলের সমর্থকদের। সেই ধারা বজায় রেখেই এবার নিজেদের থার্ড কিট প্রকাশ করল কলকাতার এই প্রধান। ঘন্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কিট পড়া ছবি আপলোড করা হয় লাল-হলুদের তরফ থেকে। যেখানে দেখা গিয়েছে, সাউল ক্রেসপো থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরো, লালচুংনুঙ্গা ও আন্তোনিও লুকাস পার্দো সহ দলের একাদশ ফুটবলারদের।

মূলত নীল-সাদা স্ট্রাইপের মাধ্যমে এবার সাজানো হয়েছে দলের থার্ড কিট। যা সহজেই নজর কাড়তে সক্ষম সকলের। এক কথায় বলা যায়, সময়ের এগোনোর সাথে সাথে একের পর এক চমক রাখছে মশাল ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন