কলকাতা ফুটবল লিগ ২০২৫ (CFL 2025) অন্যতম প্রতীক্ষিত ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। বিকেল ৫.৩০ মিনিটে শুরু হতে চলা হাই-ভোল্টেজ ডার্বি ম্যাচে দুই প্রধানই মরসুমে নিজেদের দাপট প্রমাণ করার সুযোগ খুঁজছে। প্রথমবারের মতো কল্যাণী স্টেডিয়ামে দুই প্রধানের শীর্ষস্থানীয় প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যা ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
প্রথম ম্যাচে মেসার্স ক্লাবকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পর, পরবর্তী তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। সুরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র (১-১ ও ২-২) এবং পাঠচক্রের বিরুদ্ধে ০-১ পরাজিত হয়। বর্তমানে লাল-হলুদ শিবির গ্রুপ ‘এ’তে অষ্টম স্থানে রয়েছে, মাত্র ৫ পয়েন্ট নিয়ে।
তবে দলের কোচ বিনো জর্জ আত্মবিশ্বাসীর সুরে বলেন, “ডার্বি মানেই ভিন্ন উত্তেজনা। বিরতির সময়টা আমাদের দলকে সুস্থ হতে এবং প্রস্তুতি নিতে সাহায্য করেছে। ডার্বিতে কখনই আগেভাগে কিছু বলা যায় না, তবে আমরা জয়ের লক্ষ্যে নামছি।”
অন্যদিকে, মরসুমের প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে ০-১ ব্যবধানে হারের পর মোহনবাগান সুপার জায়ান্ট ঘুরে দাঁড়িয়েছে। কালীঘাট স্পোর্টস লাভার্স (৪-০) ও রেলওয়ে এফসি (২-০)-কে হারিয়ে জয় পেয়েছে তারা। এরপর জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে গোলশূন্য ড্র হলেও, সর্বশেষ ম্যাচে কালীঘাট এমএসকে ২-১ ব্যবধানে হারিয়ে তারা বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে তৃতীয় স্থানে রয়েছে। দলের ছন্দ ও ফর্ম এই মুহূর্তে কিছুটা এগিয়ে রাখছে বাগানকে, তবে ডার্বিতে তা কতটা কাজে লাগবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
কলকাতা লিগের ইতিহাসে দুই প্রধান মোট ১৬২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৫৬ বার, মোহনবাগান জিতেছে ৪৭ বার, আর ৫৯টি ম্যাচ অমীমাংসিত। শেষবার, ১৩ জুলাই ২০২৪ যুবভারতীতে মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই প্রথমবার কল্যাণী স্টেডিয়ামে সিএফএল ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। দুই দলের জন্যই নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে SSEN অ্যাপে।
কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই বরাবরই আবেগ ও উত্তেজনার মিশেলে অনন্য। এবারের ডার্বিও তার ব্যতিক্রম হবে না। একদিকে ইস্টবেঙ্গলের জয়হীন ধারা থামানোর চেষ্টা, অন্যদিকে মোহনবাগানের ধারাবাহিকতা বজায় রাখার লড়াই—সব মিলিয়ে শনিবারের সন্ধ্যায় কল্যাণী সাক্ষী হতে চলেছে এক অনন্য ফুটবল যুদ্ধে।
East Bengal FC eye victory in CFL 2025 Kolkata Derby against Mohun Bagan SG