সুযোগের পর সুযোগ হাতছাড়া করে নুঙ্গা-ক্রেসপোর গোলে এগিয়ে মশাল বাহিনী

২৩ জুলাই বলে কিক অফ করে ১৩৪ তম ডুরান্ডের শুভ (Durand Cup 2025) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং…

East Bengal FC Dominates South United FC in Durand Cup 2025 Opener

২৩ জুলাই বলে কিক অফ করে ১৩৪ তম ডুরান্ডের শুভ (Durand Cup 2025) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং কর্নাটকের ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে মশাল ব্রিগেড।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করে অস্কারের ছাত্ররা। যদিও এদিন তারকা স্ট্রাইকার দিমিত্রিয়সকে বাইরে রেখেই প্রথম একাদশে সাজান স্প্যানিশ কোচ। কিন্তু নজর কাড়েন দলের নয়া বিদেশি প্যালেস্তাইন ফুটবলার মহম্মদ রশিদ। এরই মধ্যে ১২ মিনিট জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন লালচুংনুঙ্গা। মহম্মদ রাকিপের বাড়ানো বল, সাউথ ইউনাইটেডের অধিনায়ক নয়োলের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে শট নিয়ে গোল করতে ভুল করেননি চুংনুঙ্গা।

   

২৭ মিনিটে ফের একবার ব্যবধান বাড়ানোর সুযোগ হয়েছিল অস্কারের দলের সামনে। কিন্তু বিষ্ণুর নেওয়া শট প্রতিহত করে দলকে গোল বাঁচান মিলিন্দ নেড়ি। অধিকাংশ সময়ে বল নিজেদের দখলে রাখতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের।

Advertisements

৩৬ মিনিটে ঘটে বড় অঘটন। বক্সের মধ্যে শট নিতে যান এডমুনন্ড লালরিন্ডিকা। সেই সময় তাকে ফাউল করে বসেন সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার আব্দুল সালহা। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোন ভুল করেননি স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। প্রসঙ্গত ডুরান্ডের উদ্বোধনী ম্যাচেই মশাল বিগ্রেডের সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সেনা বাহিনীর একাধিক উচ্চ পদস্থ অধিকারিকরা।