এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্ৰুপ পর্বের ম্যাচে বাংলাদেশের (Bangaldesh) বসুন্ধরা এবং লেবাননের (Lebanon) নেজমেহের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর ইস্টবেঙ্গল (East Bengal FC) কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) মনে এখন শুধুই আইএসএলের চিন্তা। আগামী শনিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে হবে তাঁদের। কিন্তু দলের (East Bengal FC) রক্ষণভাগে অন্যতম ভরসা ফুটবলার হেক্টর ইউসতের (Hector Yuste) খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
দুই দিনের ছুটি শেষে মিনি ডার্বির আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে উপস্থিত কোন ফুটবলাররা
এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে চোট পাওয়ার পর ৫৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন স্প্যানিশ ফুটবলার হেক্টর ইউসতে। এরপর নেজমেহ এসসির বিরুদ্ধে খেলার চেষ্টা করলেও ৪৮ মিনিটের বেশি মাঠে থাকতে পারেননি তিনি। চোট নিয়ে উদ্বেগের মধ্যেই ভুটান থেকে কলকাতায় ফিরে চিকিৎসার জন্য শনিবারই তিনি পাড়ি দেন স্পেনে। যদিও সেখান থেকে তাঁর কলকাতায় ফেরার সম্ভাব্য তারিখ সাত বা আট নভেম্বর।
মোহনবাগান তারকা আলবার্তোর ছুটি, ওডিশা ম্যাচের প্রস্তুতি নিয়ে প্রশ্ন
ইস্টবেঙ্গল শিবিরের আশা, মহমেডান ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে ফিরবেন। দলের তরফে জানা গিয়েছে, ডাক্তার দেখানোর জন্য হেক্টর স্পেনে যেতে চেয়েছিল। সেক্ষেত্রে দলের তরফে কোন আপত্তি করা হয়নি। তবে মহমেডান ম্যাচের আগেই ওর কলকাতায় ফেরার কথা তাঁর।
কবে দলে যোগ দেবেন সাদাউ? জানিয়ে দিলেন স্ট্যাহরে
অস্কার ব্রুজো জানিয়েছেন, আইএসএলে ঘুরে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমরা আইএসএলে ভালো অবস্থানে নেই। আশা করছি, এবার ছবিটা বদলাতে পারব।” তবে মাঝমাঠ এবং রক্ষণভাগের এই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া দল কিভাবে সেদিন মহামেডানের বিরুদ্ধে মাঠে নামবে, সেই নিয়ে পরিকল্পনা করছেন নতুন কোচ। তবে দলের তরফে আশা করা হচ্ছে সেদিনের ম্যচে হেক্টর খেলতে পারবে।
ম্যানচেস্টার ইউনাইটেডকে থামিয়ে দিল চেলসি, প্রথম ম্যাচে ১-১ ড্র
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য মহমেডান ম্যাচটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। মশাল বাহিনী আশায় রয়েছেন, তাঁদের প্রিয় দলের স্বপ্ন যেন বাস্তবে পরিণত হয়।