East Bengal FC: লাল-হলুদে উজ্জ্বল ‘ডি-ডি’ জুটি

চলতি কলকাতা ফুটবল লিগে দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেও এসেছে জয়। ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে ম্যাচে পিছিয়ে পড়ার…

east bengal fc david

চলতি কলকাতা ফুটবল লিগে দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেও এসেছে জয়। ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে ম্যাচে পিছিয়ে পড়ার পরেও জয় পেয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের ব্রিগেডের পক্ষে খেলার ফলাফল ৩-১। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন তিনজন আলাদা আলাদা ফুটবলার। গোল করেছেন সাউল। সেই সঙ্গে উজ্জ্বল দেখিয়েছে ‘ডি-ডি’ জুটিকে।

   

East Bengal FC: ইস্টবেঙ্গলের জার্সিতে এখনও থামেনি মহেশের দৌড়

ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে ম্যাচে গোল পেয়েছেন ইস্টবেঙ্গলের হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার দিমিত্রি ডিয়ামনাটিকস ও ডেডিভ। গত মরসুমে দুজনেই দু’জনের ক্ষেত্রে উঠে এসেছিলেন সেরা গোলদাতা হিসেবে। গত মরসুমের ডুরান্ড কাপে গোলের বন্যা বইতে দিয়েছিলেন ডেভিড। মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপে গোলের পর গোল করেছিলেন উত্তর পূর্ব ভারতের এই ফরোয়ার্ড।

নতুন মরসুমের জন্য ইস্টবেঙ্গল ডেভিডকে নিজেদের দলে নিতে দেরি করেনি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বড় ম্যাচে লাল হলুদ জার্সি পরে মাঠে নেমেছিলেন ডেভিড। সেদিন প্রত্যাশা পূরণ করতে পারনেননি। পুরো সময় শেষ হওয়ার আগে তাঁকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ বিনো জর্জ।

ডুরান্ড কাপে গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডেভিড। বল জালে জড়ানোর পর সমর্থকদের গ্যালারির দিকে দুই হাত ছড়িয়ে ছুটে গিয়েছিলেন। বুঝতে অসুবিধা হয়নি এই গোল ডেভিডের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

Next Gen Cup: ইংল্যান্ডে ম্যাচ খেলাতে চলেছেন বাংলার প্রতীক

দিমিত্রির কাছ থেকে প্রত্যাশা অনেকটাই বেশি। গতবারের ইন্ডিয়ান সুপার লিগে সোনার বুট জিতেছিলেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়ার পর গ্রিসের স্ট্রাইকার এসেছেন ইস্টবেঙ্গলে। অনুশীলন ম্যাচে গোল পেয়েছিলেন। এরপর গোল পেলেন ডুরান্ডে। লাল হলুদ ব্রিগেডের আপফ্রন্টে দলের মধ্যে রইলেন ডেভিড-দিমি।