East Bengal FC : এএফসি চ্যালেঞ্জ লিগের সাংবাদিক বৈঠকে অনুপস্থিত অস্কার, তাহলে!

ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার এখন অতীত। আগামীকাল থেকে ২০২৪-২৫ সালের এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) নিজেদের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল…

ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার এখন অতীত। আগামীকাল থেকে ২০২৪-২৫ সালের এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) নিজেদের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শনিবার, ২৬ অক্টোবর তাঁরা ভুটানের পারো এফসির (Paro FC) বিরুদ্ধে খেলতে নামবে চাংলিমিথাং স্টেডিয়ামে। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অনুপস্থিত দলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। তাঁর জায়গায় সাংবাদিক বৈঠক করলেন বিনো জর্জ।

চুক্তির মেয়াদ বাড়তেই দলকে নতুন লক্ষ্য দেখালেন ওয়েন কোয়েল

   

কিন্তু আইএসএলের নতুন মরশুমে দলের যা হতশ্রী পারফরম্যান্স তাতে এই টুর্নামেন্ট নিয়ে খুব একটা আশাবাদী নন ইস্টবেঙ্গল সমর্থকরা। বর্তমানে টানা আট ম্যাচে জয়ের মুখ দেখেনি কলকাতা ময়দানের এই প্রধান। ডুরান্ড কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানের পারো এফসির বিরুদ্ধে মাঠের নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী বিনো জর্জ। তিনি জানান, “এএফসি চ্যালেঞ্জ লিগে আমরা প্রথমবার।তবে দল তৈরি মাঠে নামতে। কিন্তু আবহাওয়া আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়।”

আইএসএলে টানা ছয় ম্যাচ হেরে খাদের কিনারায় ইস্ট বেঙ্গল। মানসিকভাবে বিধ্বস্ত ফুটবলাররা। তার উপর আন্তর্জাতিক ম্যাচে দেশের সম্মান জড়িত। তবে আইএসএলে প্রথম একাদশে মাত্র চার বিদেশি খেলানো যায়। এএফসি’তে তেমন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ছয় বিদেশির পুরো সেট ব্যবহার করার সুযোগ পাবেন লাল-হলুদ কোচ।

East Bengal FC : প্রকাশিত লিগ তালিকা, ইস্টবেঙ্গলের ম্যাচ কবে জানুন

শুক্রবার অনুশীলনে দল সাজাবেন তালালদের হেডস্যার। গ্রুপ ‘এ’তে পারো এফসি ছাড়াও বাংলাদেশের বসুন্ধরা কিংস ও লেবাননেন নেজমা এফসি’র বিরুদ্ধে খেলতে হবে ইস্ট বেঙ্গলকে।এএফসিতে ভালো ফল করতে পারলে আইএসএলের বাকি ম্যাচের জন্য আত্মবিশ্বাস পাবে ইস্ট বেঙ্গল, স্প্যানিশ কোচ ব্রুজো সেটাই চান।

বেঙ্গালুরু বধের পরিকল্পনা ফাঁস মিকেল স্ট্যাহরের

অন্যদিকে, পারো এফসি তাঁদের সাম্প্রতিক সাফল্যে আত্মবিশ্বাসী। বিহুটান প্রিমিয়ার লিগে চারটি শিরোপা জিতে এই মুহূর্তে শারীরিকভাবে এবং মানসিকভাবে উজ্জীবিত দলের ফুটবলাররা।