HomeSports Newsডার্বির আগেই 'বিস্ফোরক' অস্কার, সমর্থকদের বিক্ষোভে ছাড়ছেন দল!

ডার্বির আগেই ‘বিস্ফোরক’ অস্কার, সমর্থকদের বিক্ষোভে ছাড়ছেন দল!

- Advertisement -

গত বছর সুপার কাপ (Super Cup) জিতে দীর্ঘদিনের ট্রফি জয়ের খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এরপর ডুরান্ড কাপে (Durand Cup) ব্যার্থতার সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরসুমের (ISL 2024-25 Session) শুরুতেই প্রথম ছয় ম্যাচে পরাজয় লিগ টেবিলে লাস্ট বয়ের তকমা টেনে দিয়েছিল লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবকে। যদিও এরপর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। লাস্ট বয়ের তকমা মুছতে কোচের দায়িত্বে আনা হয়েছিল অস্কার ব্রুজোকে।

   

কিন্তু লাভ কিছুই হয়নি, চোটে জর্জরিত লাল-হলুদ শিবির ১৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গিয়েছে। তবে ভরসা দিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করায়। এরই মধ্যে আইএসএলের (ISL) মঞ্চে রবিবার মহামেডানের (Mohammedan SC) বিপক্ষে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই ম্যাচের আগেই বিস্ফোরক ঘোষণা দলের হেড কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)।

মশাল সমর্থকরা দীর্ঘদিন ধরে দলের সাফল্য ও উন্নতির জন্য একে অপরকে উৎসাহিত করে। তবে বর্তমান সময়ে দলের পরিস্থিতি বেশ কঠিন। চলতি আইএসএলের পরিপ্রেক্ষিতে, ইস্টবেঙ্গল দলের প্রধান কোচ অস্কার দলের ব্যর্থতার দায় স্বীকার করেছেন এবং ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের অনুশীলনের সময়, বেশ কয়েকজন সমর্থক তাঁদের ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করেন। এই বিক্ষোভের পেছনে ছিল দলের হতাশাজনক পারফরম্যান্স, যা ক্লাবের প্রতি সমর্থকদের আশা ও আস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মহামেডানের বিপক্ষে নামার আগে অস্কার ব্রুজো বলেন, ‘‘ইস্টবেঙ্গল এখন যে জায়গায় রয়েছে, তাতে কেউই খুশি নয়।’’ তিনি আরও বলেন, ‘‘সমর্থকদের ক্ষোভ সঙ্গত। আমরা যদি টানা ম্যাচ হারতে থাকি এবং লিগ টেবিলে সবার শেষে থাকি, তাহলে এখানে থাকার অধিকার আমাদের নেই।’’ কোচের এই বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি নিজের এবং দলের ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত, তবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেই একই দায়িত্ববোধ দেখা যাচ্ছে না।

স্কার আরও বলেন, ‘‘আগামী মরসুমের জন্য যখন পরিকল্পনা হবে, তখন আশা করি, দল ট্রফির জন্য লড়াই করতে পারবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।’’ তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, কোচ যতটা না হতাশ, ততটাই আশাবাদী। তিনি বিশ্বাস করেন যে, ভবিষ্যতে কিছু সঠিক পরিবর্তন ও পরিকল্পনা নিয়ে ইস্টবেঙ্গল নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে।

এমন পরিস্থিতিতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি জানি, আমাদের সমর্থকদের জন্য এটি খুবই কষ্টকর সময়। তবে, আমি চাই তারা আমাদের পাশে থাকুক।’’ তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে, তিনি জানেন সমর্থকদের কতটা ক্ষোভ এবং হতাশা রয়েছে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে সমর্থকদের সহানুভূতি ও প্রেরণা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, রবিবার মহামেডানের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে, অস্কারের নেতৃত্বে ক্লেন্টন-সৌভিক কীভাবে পারফর্ম করবে তা দেখার বিষয়। যদিও অস্কার বলেন, ‘‘এটা চাপ নয়, এটা আমাদের জন্য অনুপ্রেরণা।’’ তার মতে, বর্তমান পরিস্থিতি দলের জন্য চাপ নয়, বরং এটি এক ধরনের সুযোগ—এক নতুন শুরু করার সুযোগ।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular