East Bengal FC : ওডিশা ম্যাচ হেরে দলের ফুটবলারদের দুষলেন অস্কার!

ফুটবল প্রেমীদের ধারণা শনির দশা লেগেছে ইস্টবেঙ্গলের (East Bengal FC)। প্রতিপক্ষ যেই হোক না কেন জয়ের স্বাদ পাচ্ছে না ময়দানের এই প্রধান। নতুন কোচ আসলেও…

East Bengal FC coach Oscar Bruzon on Team Footballer

ফুটবল প্রেমীদের ধারণা শনির দশা লেগেছে ইস্টবেঙ্গলের (East Bengal FC)। প্রতিপক্ষ যেই হোক না কেন জয়ের স্বাদ পাচ্ছে না ময়দানের এই প্রধান। নতুন কোচ আসলেও লক্ষ্মী লাভ হল না দলের। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) চলতি মরশুম শুরুর পর থেকে হারের ডবল হ্যাটট্রিক করে ফেলেছে লাল-হলুদ শিবির। এর আগের মরশুমে গুলিতে কোন দল টানা ছয় ম্যাচ হেরেছে কিনা কারোর মনে পড়ছে না। একের পর এক ম্যাচ হতাশ করেছে সমর্থকদের। ইস্টবেঙ্গল শেষ কবে ম্যাচ জিতেছিল সেই নিয়েও ট্রোল করতে ছাড়ছে না অন্য দলের সমর্থকরা। এবার ওডিশা কাছে হেরে দলের ফুটবলারদের নিয়ে বড় মন্তব্য করলেন নতুন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।

মাঠ বদলের পর এবার ঘূর্ণিঝড় ‘দানা’ কে নিয়ে আশংকায় বাংলা ব্রিগেড

   

বাংলার শতাব্দীপ্রাচীন এই ফুটবল ক্লাবের দুর্দশা দেখে সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। একের পর এক ম্যাচে কেবলই পরাজয়। নিজেদের ঘরের মাঠেই হারের হ্যাটট্রিক করতেই গ্যালারি থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতকে। এরপর পদত্যাগ করেছিলেন তিনি। এরপর তড়িঘড়ি নতুন কোচ হিসেবে দলের দায়িত্বে নিয়ে আসা হয় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোকে। তাঁর দায়িত্ব নেওয়ার পর থেকেই আশার আলো দেখেছিলেন মশাল বাহিনী। সে আর হল কই। ডার্বি ম্যাচের পরও গতকাল কলিঙ্গ ওডিশা এফসির কাছে ফের হারের মুখতে হল দলকে।

বাতিল রাহুল ? ভারতীয় তারকাকে নিয়ে ‘বিস্ফোরক’ গম্ভীর

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল হারার পর ব্রুজো বলেছিলেন, এই দলটা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে। ওডিশার বিরুদ্ধে হেরে তিনি জানান, “এই ম্য়াচটা আমরা খুব একটা খারাপ খেলিনি। বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু এত সুযোগ মিস করল যে দেখেই খারাপ লাগছে।” এই ম্যাচে ইস্টবেঙ্গলের আধিপত্য ছিল বলেই জানান লাল-হলুদ শিবিরের নতুন হেড স্যার। তিনি বলেন , “ওডিশা ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর, আমাদের কাজটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। তবে আমরা লড়াইয়ে ফিরি কিন্তু সুযোগ নষ্টই যেন ম্যাচ জেতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল।”

অভিজ্ঞ শামি নন, এই তরুণকেই ভারতের পেস আক্রমনে চাইছেন ব্রেট লি

তিনি আর যোগ করে বলেন, ” সুযোগ নষ্টের খেসারত দিতে হল আমাদের। গত মোহনবাগান ম্যাচের তুলনায় এবার খেলায় অনেকটাই উন্নতি হয়েছে গোটা দলের। ধৈর্য ধরুন। এই দলের উপর আস্থা রাখুন। আমরা ঘুরে দাঁড়াবোই।”