পরাজয়ের মধ্যেও ‘ভাল ইঙ্গিত’ দেখলেন কুয়াদ্রত

ডুরান্ড কাপের শুরুতে প্রচুর গোল করেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কলকাতা ফুটবল লিগেও গোলের পর গোল। খাতায় কলমে লাল হলুদের আইএসএল স্কোয়াড এবার বেশ…

Carles Cuadrat East Bengal FC

ডুরান্ড কাপের শুরুতে প্রচুর গোল করেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কলকাতা ফুটবল লিগেও গোলের পর গোল। খাতায় কলমে লাল হলুদের আইএসএল স্কোয়াড এবার বেশ শক্তিশালী। ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছিলেন বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে জয় দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) অভিযান শুরু করবে তাদের প্রিয় দল। হল উল্টোটা।

   

‘ইস্টবেঙ্গলকে আরও গোল দিতে পারতাম’

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পরাজয়। কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে হারিয়েছে বেঙ্গালুরু এফসি। খেলার ফল ১-০। দল হারলেও একেবারে অখুশি নন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত। বরং পরাজয় বরণ করে নেওয়ার পর ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন তিনি।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তরুণ ফুটবলারদের প্রশংসা করেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। স্প্যানিশ প্রশিক্ষকের মতে, ‘আমাদের তরুণ ফুটবলাররা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ভাল খেলেছে। ওরা যেহেতু সদ্য কলকাতা লিগে খেলে এসেছে, তাই ওদের ফিটনেসও ভাল জায়গায় রয়েছে। দলের তরুণ ফুটবলাররা যতটা পেরেছে জায়গা তৈরি করে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি। তবে দলের পক্ষে এটা একটা ভাল ইঙ্গিত। যার ফলে ভবিষ্যতে আমাদের উপকারই হবে।’

চিমার গোলে ফিকে রয় কৃষ্ণা

৭১ মিনিটের মাথায় আমন সিকে ও পিভি বিষ্ণুকে মাঠে নামিয়েছিলেন কার্লেস কুয়াদ্রত। আক্রমণভাগের তীব্রতা বাড়ানোর জন্য ডেভিডকেও মাঠে নামিয়ে দিয়েছিলেন কোচ। বেঙ্গালুরু এফসির বক্সে ঢুকে পিভি বিষ্ণু গোলমুখী শট নিয়েছিলেন। কিন্তু লাল হলুদ বাহিনীর কোনও প্রচেষ্টায় গোলে রূপান্তরিত হয়নি।