HomeSports Newsকোয়ার্টার ফাইনালে খেলবেন আনোয়ার? থাকছে প্রশ্ন

কোয়ার্টার ফাইনালে খেলবেন আনোয়ার? থাকছে প্রশ্ন

- Advertisement -

ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে হবে শিলং-এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। লাল হলুদ সমর্থকদের মধ্যে প্রশ্ন, ডুরান্ড কাপের এই ম্যাচে কি মাঠে নামবেন আনোয়ার আলি?

   

এক সময়কার ‘বেস্ট ফুটবলার’, সেই দেবদাস এখন কোথায়?

দিন কয়েক আগেই কলকাতায় এসে পৌঁছেছিলেন আনোয়ার আলি। দলের সঙ্গে শুরু করে দিয়েছিলেন অনুশীলন। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ১৮ অগস্টের ম্যাচে তাঁকে দেখা যাবে কি না সে ব্যাপারে ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে প্রশ্ন ছিল। ম্যাচ হয়নি, বাতিল করা হয়েছিল।

আঠারো তারিখের ডার্বি বাতিল হলেও ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পেরেছিল। গ্ৰুপ পর্বে দ্বিতীয় স্থানে থাকা অন্যতম সেরা দল হিসেবে পরের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল এফসি। ডুরান্ড কাপের কোয়াটার ফাইনালে লাল হলুদের প্রতিপক্ষ শিলং লাজং।

শিলং লাজং-এর বিরুদ্ধে ম্যাচে কি খেলবেন আনোয়ার? জানা গিয়েছে, দলের সঙ্গে শিলং রওনা দেবেন আনোয়ার। সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে করতে পারেন অনুশীলন। কিন্তু ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত তাঁকে মাঠে নামাবেন কি না সেটা এখনও নিশ্চিত করে বলার সময় আসেনি।

আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,হাজার জনকে নোটিশ পাঠিয়ে তলব লালবাজারে

কোয়ার্টার ফাইনালের ক্রীড়া সূচি:

  • কোয়ার্টার ফাইনাল ১ (২১ অগস্ট, সাই স্টেডিয়াম, কোকরাঝাড়):

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্ডিয়ান আর্মি এফটি, বিকেল ৪.০০

  • কোয়ার্টার ফাইনাল ২ (২১ অগস্ট, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং):

শিলং লাজং এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, সন্ধ্যা ৭টা

  • কোয়ার্টার ফাইনাল ৩ (২৩ অগস্ট, ২০২৪, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর):

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসি, বিকেল ৪.০০

  • কোয়ার্টার ফাইনাল ৪ (২৩ অগস্ট, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা):

বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি, সন্ধ্যা ৭.০০

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular