‘সর্বহারা’ দলকে উজ্জীবিত করতে বিশেষ টিফো নিয়ে শিল্প নগরীতে মশাল ব্রিগেড

শনিবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গলের। কারণ বর্তমানে তিন ম্যাচ খেলে আইএসএলের লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল (East Bengal)। বেঙ্গালুরু…

Eastbengal Fans copy 'সর্বহারা' দলকে উজ্জীবিত করতে বিশেষ টিফো নিয়ে শিল্প নগরীতে মশাল ব্রিগেড

শনিবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গলের। কারণ বর্তমানে তিন ম্যাচ খেলে আইএসএলের লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল (East Bengal)। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স হোক কিংবা এফসি গোয়া প্রত্যেক ম্যাচেই কার্যত পয়েন্ট খোয়াতে হয়েছে লাল-হলুদ শিবিরকে।

এর মধ্যেই কয়েকদিন আগে দলের হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। তবে আশা ছেড়ে দেননি সমর্থকরা। দলের হয়ে গলা ফাটাতে জামশেদপুরের (Jamshedpur) হাজির মশাল ব্রিগেড।

   

মরশুমের শুরুতেই ঘরের মাঠে প্রথম ম্যাচ হারায় যেমন প্রশ্ন উঠেছিল প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের খেলানো নিয়ে, তেমনি সমর্থকদের নিশানায় ছিল প্রথম একাদশে খেলা বেশ কিছু খেলোয়াড়। তবে অতীতকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামবে মাদি তালাল থেকে আনোয়ার অলিরা। স্প্যানিশ কোচ বিদায় নিতেই, বর্তমানে দলের দায়িত্বে এসেছেন অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। তাঁর খেলানো প্রথম ম্যাচেই চোটের কারণে দলে নেই তিন ফুটবলার।

Read More মহামেডানের বিপক্ষে নামার আগে মুখ খুললেন বাগান অধিনায়ক

তরপরও জামশেদপুর ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বিনো জর্জ। আগত এই জামশেদপুর (Jamshedpur FC) ম্যাচে দলকে জয় এনে দেওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি এমনটাই জানিয়েছিলেন ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে।

Read More খেলা চলাকালীন বিপক্ষের খেলোয়াড়কে কামড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

হেড কোচে এবং দলের গুরুপূর্ণ বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই জামশেদপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-হলুদ শিবির। এই সবের মধ্যেও দলকে সমর্থন করে গলা ফাটাতে জামশেদপুর টাটা জেআরডি কমপ্লেক্স স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) বিভিন্ন ফ্যান্স ক্লাবের সমর্থকরা। তবে ৯০ মিনিট শেষে বিনো জর্জ এই সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।