মহালয়ার দিন মানবতার দীপ জ্বালাল ‘ইস্টবেঙ্গল যাদের হৃদস্পন্দন’

মহালয়ার দিন মানেই পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের (Durga Puja 2025) সূচনা। এদিন শোভাবাজার (Shobhabazar) অঞ্চলে দেখা গেল এক অন্যরকম ভালোবাসার উৎসব (Bengali Festival)। “ইস্টবেঙ্গল যাদের…

East Bengal Fans group bring joy to underprivileged kids on Durga Puja 2025 Festival with gifts

মহালয়ার দিন মানেই পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের (Durga Puja 2025) সূচনা। এদিন শোভাবাজার (Shobhabazar) অঞ্চলে দেখা গেল এক অন্যরকম ভালোবাসার উৎসব (Bengali Festival)। “ইস্টবেঙ্গল যাদের হৃদস্পন্দন” নামক সমর্থক গোষ্ঠী (East Bengal Fans) এক হৃদয়গ্রাহী উদ্যোগের মাধ্যমে তুলে ধরল মানবিকতার পরিপূর্ণ ছবি (Bengali News)।

Advertisements

শুধু লাল-হলুদের প্রতি নয়, মানুষের প্রতি ভালোবাসা দিয়েই তাঁরা গড়লেন এক নতুন দৃষ্টান্ত। মহালয়ার বিকেলে, ৬৫ জন পথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা-কাপড় এবং খাদ্যসামগ্রী। তার মধ্যে ছিল বিস্কুট, কেক, চিপসের প্যাকেট। পুজোর আগেই ছোট ছোট মুখগুলোয় ফুটে ওঠে অবারিত হাসি।

Advertisements

এই উদ্যোগের মূল বার্তা ছিল পরিষ্কার, “ফুটবল আমাদের রক্তে, কিন্তু মানবতা আমাদের পরিচয়।” গ্ৰুপের এক সদস্য আবেগঘন কণ্ঠে বলেন, “যখন ছোট্ট এক মেয়ে আমাদের দেওয়া জামা হাতে নিয়ে বলে, ‘আজ আরও একটা জামা পেলাম, এটা পরে মণ্ডপ দেখতে যাব’, তখন মনে হয় জীবনের আসল জয় এখানে।”

খেতাবের ফয়সালা ঘরের মাঠেই! ইতিহাসের দ্বারপ্রান্তে লাল-হলুদ

 

আরেক সদস্য জানান, “মাঠে আমরা দলকে চিৎকার করে উৎসাহ দিই, কিন্তু আজ এই শিশুদের চোখে আমরা যে আনন্দ দেখলাম, তা কোনও জয় কিংবা ট্রফি দিয়ে মাপা যায় না।”

শোভাবাজারের স্থানীয় মানুষজনও এই মানবিক পদক্ষেপে অভিভূত। এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, “এমন কাজ সমাজকে পথ দেখায়। খেলাধুলার বাইরেও যে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, তা এই ছেলেমেয়েগুলো প্রমাণ করে দিল।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by ❤️East Bengal Jader Hridspondon💛 (@ebjh_2025)