বাংলা ভাষায় প্রবাদ আছে গোদের উপর বিষফোঁড়া। বর্তমানে সময়ে দাঁড়িয়ে ধুঁকছে ইস্টবেঙ্গল (East Bengal)। একের পর এক খারাপ খবর আসছে লাল-হলুদ শিবির থেকে। কখনও ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ হেরে, হারের হ্যাটট্রিক করছে। আবার ইস্তফা দিচ্ছেন কোচ। সব মিলিয়ে মশাল বাহিনী কি করবে তা বুঝে ওঠা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
ইস্টবেঙ্গলের পুরুষ দলকে নিয়ে সমর্থকরা যখন চিন্তিত। সেই সময়ে মহিলা দলে তিন ফুটবলার যোগ দেওয়ার খবরে কিছুটা খুশি হন তাঁরা। যদিও সেই খুশি ছিল ক্ষনিকের। মহালয়ার দুপুরে লাল-হলুদ শিবিরের মহিলা ফুটবল দল থেকে অন্য দলে যোগ দিলেন আরও তিন ফুটবলার। ডিফেন্ডার সাহেনা দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন কেরালার গোকুলাম এফসিতে।
এছাড়া আরেক ডিফেন্ডার শ্রীয়া থাপা যোগ দিয়েছেন কর্নাটকের কিংষ্টার এফসিতে। পাশাপাশি কর্নাটকের কিংষ্টার এফসিতে যোগ দিয়েছেন আরও এক ফুটবলার। এক বছরের চুক্তিতে ওই দলে গিয়েছেন মিডফিল্ডার মরিয়ম্মল বালামুরুগান।
UPDATE: East Bengal defender Sriya Thapa has joined Kickstart FC Karnataka for the IWL 2024/25 season.
Good luck, Sriya ❤️💛#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/WRCc52dXrh
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) October 2, 2024
আসন্ন ইন্ডিয়ান উইমেন্স লিগে ভালো ফলের আশায় দল সাজিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। গত বছর থেকে শুরু হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগে তেমন ভাবে দাগ কাটতে পারেনি মশালবাহিনী।