মাঠ বসেই এএফসি ম্যাচ দেখার সুযোগ ইস্টবেঙ্গল সমর্থকদের

বুধবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল…

East Bengal Fans Can Still Enjoy AFC Champions League

বুধবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব আলটিন আসির। এই ক্লাবের বিপক্ষে জয় পেলেই টুর্নামেন্টের মূল পর্বে চলে যাবে লাল-হলুদ ব্রিগেড। তাই সবদিক মাথায় রেখেই এই ম্যাচ জিতে যুবভারতী ছাড়তে চাইছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

সব ঠিকঠাক থাকলে এএফসির (AFC Champions League)এই ম্যাচের শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে দিমিত্রিওস ডায়মান্তাকসকে। এছাড়াও দলের প্রয়োজনে ক্লেটন সিলভাকে ও নামাতে পারেন স্প্যানিশ কোচ। যারফলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণভাগ। আসন্ন এই ম্যাচে তাঁদের পা থেকেই গোল দেখতে চাইছেন সকলে‌। তবে শুধুমাত্র টিভিতে নয়, এখনও পর্যন্ত মাঠে যাওয়ার সুযোগ রয়েছে লাল-হলুদ সমর্থকদের কাছে‌।

   

বুকমাই শোয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে ম্যাচের অধিকাংশ টিকিট। বিশেষ করে অনলাইনে ঝড় বেগে বিক্রি হয়েছে ৫০ টাকার সমস্ত টিকিট। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে শেষ হয়ে যায় ৩০০ টাকা ও ৭৫০ টাকার সমস্ত টিকিট। তবে হতাশ‌ হওয়ার কোনও কারণ নেই। অনলাইন মাধ্যম থেকে এখনও সংগ্রহ করা যাবে ২০০, ২৫০, ও ৫০০ টাকার টিকিট।

হ্যাঁ ঠিকই শুনেছেন। যারফলে মাঠে যাওয়ায় পরিকল্পনা থাকলে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন লাল-হলুদ সমর্থকরা। তারপর নির্ধারিত সময়ের মধ্যে পিকআপ পয়েন্ট থেকে করা যাবে টিকিট রিডিম।