Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal Fans: সেমিফাইনাল দেখতে গিয়ে বিপাকে ইস্টবেঙ্গল সমর্থকরা, সবাই ঢুকতে পারলেন...

East Bengal Fans: সেমিফাইনাল দেখতে গিয়ে বিপাকে ইস্টবেঙ্গল সমর্থকরা, সবাই ঢুকতে পারলেন না মাঠে

- Advertisement -

প্রীতম সাঁতরা: স্টেডিয়ামের কাছে গিয়েও মাঠে ঢুকতে পারছিলেন না। আরএফডিএল-ম্যাচ দেখতে গিয়ে বিপাকে পড়েছিলেন ‘প্রবাসে ইস্টবেঙ্গল’ ফ্যান (East Bengal Fans) ক্লাবের সদস্যরা। লাল হলুদ ক্লাবের সমর্থকরা মাঠে ঢুকতে পারছেন না, এই খবর ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু কেন সমস্যায় পড়েছিলেন সমর্থকরা?

আরএফডিএল-এর সেমিফাইনালে পৌঁছেছিল ইস্টবেঙ্গল। মুম্বই মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল। সিনিয়র দল কলিঙ্গ সুপার কাপ জিতে দীর্ঘ দিনের ট্রফি খরা কাটিয়েছে। জুনিয়র ছেলেদের মনোবল বাড়ানোর জন্য গ্যালারিতে গিয়ে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘প্রবাসে ইস্টবেঙ্গল’ ফ্যান ক্লাবের সদস্যরা।

   

নিয়ম অনুযায়ী আরএফডিএল ম্যাচ দেখতে যাওয়ার আগে ক্লাবকে মেইল করে জানানো হয়েছিল লাল হলুদ ফ্যান ক্লাবের পক্ষ থেকে। কারা কারা খেলা দেখতে যাবেন তাদের সবার নাম উল্লেখ করা হয়েছিল মেইলে। আবেদন করা হয়েছিল ম্যাচ দেখার পাসের জন্য।

মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ ‘প্রবাসে ইস্টবেঙ্গল’ সদস্য গ্ৰুপের জয়দীপ সেনগুপ্ত ফোনে জানিয়েছিলেন, “খেলা দেখতে যাওয়ার আগে ক্লাবকে আমরা মেইল করে জানিয়েছিলাম। আমাদের যারা খেলা দেখতে গিয়েছিলেন তাদের সবার কাছে নিজস্ব পরিচয়পত্র ছিল। কিন্তু মেইলের কোনো উত্তর আমরা পাইনি।”

“আজকের ম্যাচ দেখার জন্য অফিস থেকে আগাম অফিস থেকে ছুটি নেওয়া হয়েছিল। কেউ পুনে, কেউ দিল্লি থেকে মুম্বইয়ে গিয়েছিলেন খেলা দেখতে। আমাদের মধ্যে একজন রয়েছেন যিনি ভাল করে হাঁটতে পারেন না, তিনিও গিয়েছিলেন খেলা দেখতে’, ফোনে এ পর্যন্ত কথা হয়েছিল ‘প্রবাসে ইস্টবেঙ্গল’ ফ্যান ক্লাবের জয়দীপ সেনগুপ্তর সঙ্গে। মেইলের উত্তর না পাওয়া গেলেও আশা ছাড়ছিলেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। মাঠে বসে খেলা দেখতে পারবেন এই আশা রেখেছিলেন।

সন্ধ্যা আটটায় শুরু হয় ম্যাচ। WhatsApp-এ জয়দীপ জানালেন, ২-৩ জনকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে বাকিদের প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular