২০২২-২৩ হিরো ইন্ডিয়ান সুপার লীগে ইস্টবেঙ্গল এফসি (East bengal) এবার নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ম্যাচ হবে ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার, সন্ধ্যা ৭.৩০, সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে দলকে নিয়ে হতাশ ভক্তরা। দল যে হেরেই চলেছে। কোচ বিদায়ের দাবিও উঠেছে এর মধ্যেই। তারা আঙুল তুলছেন ম্যানেজমেন্টের দিকেও।
তাঁরা বলছেন, বহুদিন ইস্টবেঙ্গল কোনও বড় টুর্নামেন্ট জেতেনি। তার দায় কার ? বছরের পর বছর কর্মকর্তা রা দায় চাপিয়ে দিচ্ছে ইনভেস্টর এর উপরে , ইনভেস্টর দায় চাপিয়ে দিচ্ছে কোচ এর উপরে , কোচ বলছে আমাকে ভালো দল দেওয়া হয়নি ! আর এই নাটক এর জাঁতাকলে পিষ্ট হয়ে মরছে আমার , আপনার মতো সাধারণ সমর্থক রা ! আমাদের চাহিদা টা তো বিশেষ কিছু না , আমরা চাই খালি আমাদের ভালোবাসার ইস্টবেঙ্গল সব বাঁধা পেড়িয়ে সম্মান এর চরম শীর্ষে পৌছাক ! সেটাই কি বড় দোষ ?’
প্রশ্ন তুলেছেন, ‘তাহলে এই চাহিদা কি কর্মকর্তা বা ইনভেস্টর এদের কারোর নেই ?যদি থাকেও সেটা তো দেখলে বোঝা যায় না ! কারণ যেভাবে বছরের পর বছর চরম বিপর্যয় কে সামনে থেকে দেখেও কিংকর্তব্যবিমূঢ় র মতো ব্যাবহার করে চলেছে তাতে তো বোঝা বড় দায়!’
হতাশা থেকে ফ্যানেরা বলছেন, ‘আর রইলো বাকী সমর্থক ? তারা আবার মানুষ নাকি ? তাদের সাথে তো পশুর থেকেও অধম ব্যাবহার করা হয় ! কারণ ক্লাবের মাথা রা এটা বুঝে গেছে , যাই হয়ে যাক এরা মাঠে আসবেই টিকিট কেটে ! আমরাও আমাদের আবেগ থেকে সরে যেতে পারিনা ! চরম লজ্জা অপমান সহ্য করেও প্রতিটা খেলায় গিয়ে গ্যালারী ভরাচ্ছি ! এতে দোষ এর কিছু নয় , সমর্থক র কাজ সে করছে !! কিন্তু সমর্থক দের আবেগ র সাথে যে অরাজকতা দিনের পর দিন ঘটে চলেছে তার দায়ভার কে নেবে ?’
প্রাক্তনদের দিকে প্রশ্ন তুলে তাঁরা বলছেন, ‘আর একদল হলো আমাদের সনামধন্য প্রাক্তন খেলোয়াড় গণ ! বাড়ির বড়দের থেকে এদের খেলার কথা শুনে আমরা বড় হয়েছি ! তাদের প্রতি সেইরূপ সম্মান ও আমরা প্রদান করি ! কিন্তু তাদের কাজ কি ? নিজেরা তো কোনরকম ভাবে এগিয়ে এসে দায়ভার গ্রহণ করেন না , কিন্তু বাড়ির চার দেওয়াল র মধ্যে থেকে এসি র হাওয়া তে মিডিয়া র সামনে মুখোরচক দুচার কথা বলতে কিন্তু পিছপা হন না !! আপনারা ও তো এই ক্লাব এ খেলে গেছেন , কত গৌরব এনে দিয়েছেন ! আপনাদের দায়িত্বের মধ্যে কি পড়েনা ক্লাব এ এসে কর্মকর্তা দের থেকে জবাব টা চাই , যে এই বছরের পর বছর অসফলতা কেন ?ও আসল জায়গায় অবশ্য মুখ টা বন্ধ এমনিতেই আপনাদের হয়ে যায় ! তাহলে এই বিপর্যয় এর জবাব কার কাছে পাবো আমরা ?’