গত কয়েক সপ্তাহ আগে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনালে ভালো খেলেও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে। ফের পুনরাবৃত্তি এবার।
আজ ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাঞ্জাবের কাছে পরাজিত হল ইস্টবেঙ্গল। দলের হয়ে একটিমাত্র গোল করেন আর্শভীর। প্রথমার্ধের শেষের দিকে তার করা গোলেই এগিয়েছিল এবারের ডেভলপমেন্ট লিগ জয়ীরা। পরবর্তীতে আর সমতায় ফেরা সম্ভব হয়নি মশাল ব্রিগেডের। আবারো রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গল ক্লাবের ছোটদের।
যা নিয়ে হতাশ সকলেই। তবে গত ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে দুরন্ত ফুটবল খেলেছিল লাল-হলুদের ছোটরা। বিরাট বড় ব্যবধানে তাদের পরাজিত করে ফাইনালের টিকিট জিতে নিয়েছিল হারু’রা। মনে করা হচ্ছিল ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের বদলা হয়ত এবার এই ড্রিমস স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেবে কলকাতার এই প্রধান। তবে আজ প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে লড়াই করছিল পাঞ্জাব। তাদের আটকাতে কিছুটা হলেও চাপে পড়ে যেতে হচ্ছিল বারংবার। তারপর ৪৩ মিনিটের মাথায় লাল-হলুদের জালে বল জড়িয়ে যায় আর্শ।
দ্বিতীয়ার্ধে দাপটের সাথে লড়াই করলেও গোল তুলে নিতে ব্যর্থ থাকে মশাল ব্রিগেড। যারফলে, রিলায়েন্স কর্পোরেট পার্কে এবার ও শেষ হাসি হাসল পাঞ্জাব শিবির।