আনোয়ারের চোট নিয়ে মুখ খুললেন দেবব্রত সরকার

গত সোমবার ইন্ডিয়ান সুপার লিগের ১৪ নম্বর ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে। একটা…

East Bengal Official Debabrata Sarkar

গত সোমবার ইন্ডিয়ান সুপার লিগের ১৪ নম্বর ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে। একটা সময় পিছিয়ে থাকতে হলেও লড়াই করে ফিরে আসতে ভোলেনি ময়দানের এই প্রধান। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিশেষ করে দলের ডিফেন্ডারদের হতশ্রী পারফরম্যান্সের ফলে শেষ পর্যন্ত পরাজিত হতে হয় লাল-হলুদ ব্রিগেডকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ‌ ইস্টবেঙ্গল সমর্থকরা। এই ম্যাচে পরাজিত হওয়ার ফলে আসন্ন কলকাতা ডার্বির আগে অনেকটাই ব্যাকফুটে থাকল সৌভিক চক্রবর্তীরা।‌

Also Read | ইস্টবেঙ্গলকে পরাজিত করে ‘বিস্ফোরক’ প্রবীর দাস 

   

তবে শুধুমাত্র পরাজিত হওয়াই নয়। এই মুম্বাই ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছে দলের একাধিক ফুটবলারদের। এদিন হ্যামস্ট্রিংয়ের কবলে পড়তে হয় দলের তারকা সাইড ব্যাক প্রভাত লাকরার। এছাড়াও ম্যাচ শেষে হুইলচেয়ার করে মাঠ ছাড়তে হয় লাল-হলুদের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে। যা সামনে আসতেই কপালে ভাঁজ পড়ে গিয়েছে আপামর ইস্টবেঙ্গল জনতার। অনেকেই মনে করতে শুরু করেছেন যে আসন্ন কলকাতা ডার্বিতে হয়তো তাঁকে দেখা যাবে না দলের জার্সিতে। সেক্ষেত্রে বাগান আপফ্রন্ট সামাল দিতে গিয়ে কার্যত মাটি ধরার মতো পরিস্থিতি দেখা দিতে পারে ইস্টবেঙ্গল ফুটবলারদের।

Also Read | ওডিশা এফসিতে যোগদান করার কারণ জানালেন রাহুল কেপি 

কিন্তু তাঁর আগে মুম্বাই ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সকলের। স্টেডিয়াম ছাড়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, ” দল ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াতেই হবে। দলের ইঞ্জুরিটাই বড় ফ্যাক্টর করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে। সাউল ক্রেসপো থেকে শুরু করে মাদিহ তালাল এমনকি আজকে লাকরার ও হ্যামস্ট্রিং হয়েছে। ইঞ্জুরি যথেষ্ট সমস্যায় ফেলছে।” পাশাপাশি নতুন বিদেশির প্রসঙ্গে তিনি বলেন, ” আমরা এক দুই দিনের মধ্যে নতুন বিদেশি আনার কথা ভাবছি।”

Also Read | কাজে এল না লড়াই, মুম্বই সিটি এফসির কাছে পরাজিত ইস্টবেঙ্গল  

পাশাপাশি আনোয়ারের চোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” আনোয়ারের চোট খুব একটা বেশি নয়। ডাক্তার আমাদের সেটাই বলেছে। দেখা যাক আগামীকাল বিশ্রাম নিলে বোঝা যাবে”।