ডায়মন্ড হারবার ম্যাচের আগে কার্ড সমস্যা ভাবাচ্ছে লাল-হলুদকে

বহুদিন পর সিনিয়র ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করেছে অস্কার ব্রুজোর ছেলেরা। গোল পেয়েছেন…

East Bengal's Red Card Woes

বহুদিন পর সিনিয়র ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করেছে অস্কার ব্রুজোর ছেলেরা। গোল পেয়েছেন বহু আলোচিত দিমিত্রিওস দিয়ামান্তাকোস। সেই সুবাদে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠে এসেছে মশাল ব্রিগেড। আগামী বুধবার সল্টলেকের বুকেই সেই ম্যাচ খেলতে নামবে দল। যেখানে তাঁদের লড়াই করতে হবে বাংলার আরেক শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। ম্যাচটে যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন লাল-হলুদ কোচ।

সেজন্য ডার্বি জয়ের পর আনন্দে গা ভাসানোর বদলে তখন থেকেই পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছেন অস্কার। একদিকে মরোক্কান তারকা হামিদ আহদাদের চোট সমস্যা দলকে চিন্তায় রাখছে অন্যদিকে, ঠিক তেমন ভাবেই রয়েছে কার্ড সমস্যা। গত ডার্বি ম্যাচের পর হিসাব নিকেশ করলে দেখা যাচ্ছে ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে ফেলেছেন দলের জয় ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন সাউল ক্রেসপো, দিমিত্রিওস দিয়ামান্তাকোস, মহম্মদ রাওকিপ, মিগুয়েল ফিগুয়েরা, সৌভিক চক্রবর্তী, এবং লালচুংনুঙ্গা।

   
Advertisements

রক্ষণভাগের পাশাপাশি মাঝমাঠ এবং ফরোয়ার্ড লাইনের ফুটবলারদের ও এই সমস্যা। যারফলে এবার খুব সাবধানের সাথে খেলতে হবে লাল-হলুদ ফুটবলারদের। আসলে সেমিফাইনালে নামতে কোনও সমস্যা না থাকলেও সেই ম্যাচে ফের কার্ড দেখলেই ফাইনালে আর তাঁদের মাঠে পাবে না মশাল ব্রিগেড। তাই দল সাজানোর পাশাপাশি ম্যাচের আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে ও হয়তো বিশেষ বার্তা থাকবে লাল-হলুদের হেডস্যারের।