সুপার সিক্সে চোটে-কার্ডে ধাক্কায় ইস্টবেঙ্গল! নেই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার

কলকাতা লিগের (CFL 2025) সুপার সিক্স রাউন্ডে কঠিন পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন ঘরের মাঠে, মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ লিগের…

East Bengal face United Kolkata SC in CFL 2025 Super Six round at Home Ground

কলকাতা লিগের (CFL 2025) সুপার সিক্স রাউন্ডে কঠিন পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন ঘরের মাঠে, মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ লিগের নবাগত এবং চমকপ্রদ পারফর্মার ইউনাইটেড কলকাতা (United Kolkata SC)। তবে এই ম্যাচের আগে নিজেদের দলীয় সমস্যা নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন কোচ বিনো জর্জ।

দিমির স্টোরিতে এবার ট্রেন্ডের ছোঁয়া, একসাথে বাগানের তিন তারকা

   

চলতি সিজনে কলকাতা লিগের শুরুটা একেবারেই স্বপ্নমাফিক হয়নি ইস্টবেঙ্গলের। প্রথম চার ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে প্রশ্ন উঠেছিল দলের স্থিরতা নিয়ে। তবে ডার্বি জয়ের পরই ঘুরে দাঁড়ায় বিনো জর্জের ছেলেরা। শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে গ্রুপ এ’র শীর্ষে থেকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ওঠে তারা।

তবে সমস্যা অন্যত্র। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক চোট এবং কার্ড সমস্যায় ভুগছে দল। গোড়ালির চোটের কারণে দলে নেই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সৌভিক চক্রবর্তী। কার্ড সমস্যায় বাইরে দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়। তার উপর ‘ছয় ভূমিপুত্র’র নিয়ম মেনে একাদশ সাজানোও যথেষ্ট চাপের কাজ।

এ বিষয়ে বিনো জর্জ বলেন, “দলের অবস্থা যেমনই হোক, কোনও অজুহাত দেব না। প্রতিপক্ষের থেকেও আমাদের নিজেদের ভুল কমিয়ে খেলতে হবে। ঘরের মাঠে খেলছি মানে বাড়তি আত্মবিশ্বাস, কিন্তু বাড়তি দায়িত্বও।”

আগামী বছর পর্যন্ত এই বিদেশি ফুটবলারকে ধরে রাখল জামশেদপুর

ঘরের মাঠে মরসুমের এটাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। নতুন ঘাসের মাঠে মানিয়ে নেওয়াটা ফুটবলারদের পক্ষে চ্যালেঞ্জ। তবু সমর্থকদের সামনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সিনিয়র এবং জুনিয়রদের সংমিশ্রণে গড়া দল। সিনিয়রদের মধ্যে পিভি বিষ্ণু, ডেভিড, প্রভাত লাকরা এবং এডমুন্ড লালরিনডিকারা রয়েছেন। সঙ্গে রয়েছেন বিক্রম প্রধান, তন্ময় দাস, গৌরব সাউয়ের মতো তরুণরা।

Advertisements

অন্যদিকে, ইউনাইটেড কলকাতা গ্রুপ বি’তে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠেছে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইয়ান ল’এর প্রশিক্ষণে থাকা কর্পোরেট ক্লাব। অভিষেকেই খেতাব জয়ের স্বপ্ন দেখে তারা। দলের মুখ্য ভরসা নারায়ণ দাস, জিতেন মুর্মু, দেবনাথ মণ্ডল ও দেবায়ন হাজরা।

ম্যাচের আগের দিন ইউনাইটেড কোচ ইয়ান ল বলেন, “ইস্টবেঙ্গল লিগে সবচেয়ে ধারাবাহিক দল। তবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জায়গা করে নিতে হলে, আমাদের তিন পয়েন্ট তুলতেই হবে। সেই মানসিকতা নিয়েই নামছে দল।”

ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন এই দুই ফুটবলার

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের কোনও পয়েন্ট এখানে যুক্ত হবে না। ফলে একটিও পয়েন্ট হারালে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রবল। এই বাস্তবতা মাথায় রেখেই ঘরের মাঠে আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল। লক্ষ্য একটাই, সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং খেতাবের দৌড়ে প্রথম ধাপে জয় তুলে নেওয়া।

East Bengal face United Kolkata SC in CFL 2025 Super Six round at Home Ground