গোলপার্থক্যের লড়াইয়ে নামধারীর বিরুদ্ধে ‘অল-ইন’ মেজাজে ইস্টবেঙ্গল, একাদশে কারা?

East Bengal face of against Namdhari FC in Durand Cup 2025 group stage

ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে বলীয়ান ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। তবে বুধবার যুবভারতীতে নামধারী এফসির (Namdhari FC) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি তাদের কাছে কার্যত এক ‘ফাইনাল’। কারণ গ্রুপের সমীকরণে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতেই নারাজ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। ম্যাচের আগের দিন স্পষ্ট বার্তা দিয়েছেন স্প্যানিশ কোচ“জিততেই হবে!”

এই মুহূর্তে নামধারী এফসি দু’ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। ফলে বুধবারের ম্যাচ জিতলে গোলপার্থক্যে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ রয়েছে সাউল ক্রেসপোদের সামনে। কোচ ব্রুজোর পরিকল্পনাও তাই একেবারে আক্রমণাত্মক। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। ফলে এই সময়ের মধ্যে ফিটনেস ও গেমপ্ল্যান নিয়ে কঠোর অনুশীলন হয়েছে বলে জানিয়েছেন দলের তরফে।

   

বৃষ্টির আশঙ্কা থাকলেও, ইস্টবেঙ্গল শিবিরে আবহ বেশ ফুরফুরে। শোনা যাচ্ছে, রক্ষণে পুরোপুরি দেশীয় ফুটবলারদেরই ভরসা রাখতে পারেন কোচ অস্কার। ফলে চার বিদেশির মধ্যে তিনজনকে মাঝমাঠে এবং এক জনকে আক্রমণে রাখার ছক কষা হয়েছে। মাঝমাঠে রশিদ, মিগুয়েল এবং সাউল ক্রেসপোর উপস্থিতি নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। দুই উইংয়ে মহেশ সিং ও এডমুন্ড লালরিনডিকা নামতে পারেন। আর লক্ষ্যভেদের দায়িত্বে একমাত্র স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে।

তবে সমর্থকদের সবচেয়ে বেশি উৎসাহ ব্রাজিলিয়ান মিগুয়েলকে ঘিরে। তাঁর প্লে-মেকারের ভূমিকায় সফলতা পেলে ইস্টবেঙ্গলের মাঝমাঠ আরও মজবুত হবে, বলেই মত বিশেষজ্ঞদের। মরক্কোর হামিদও প্রস্তুতি ম্যাচে গোল করে নজর কেড়েছেন। যদিও প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা। তবে চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মিডফিল্ডার বিষ্ণুকে পাচ্ছেন না কোচ অস্কার ব্রুজো। ফলে বেঞ্চ থেকে কিছু নতুন মুখকেও দেখা যেতে পারে।

অন্যদিকে, নামধারী এফসি দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। পাঞ্জাবের এই ক্লাবটির খেলোয়াড়দের ফিটনেস ও দৌড় যথেষ্ট নজরকাড়া। বিশেষ করে দূরপাল্লার শটে পারদর্শী তারা। দলের অন্যতম চমক ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার কমলপ্রীত। যুবভারতীর পরিবেশ তাঁর পরিচিত, আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাল-হলুদ রক্ষণে চাপ তৈরির পরিকল্পনা নিয়েই নামবে নামধারী।

ডুরান্ড কাপে শেষ আটে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইস্টবেঙ্গলের সামনে। তাই টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি না নিয়ে সেরা একাদশ নিয়েই মাঠে নামাতে চাইছে। সব মিলিয়ে বুধবার যুবভারতীতে নামধারী বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হয়ে উঠতে চলেছে গ্রুপের অন্যতম হাইভোল্টেজ লড়াই। গোলপার্থক্য, পয়েন্ট এবং পরবর্তী রাউন্ডের স্বপ্ন সবটাই নির্ভর করছে এই ৯০ মিনিটের উপর। তাই এক কথায় মাঠে ফুটবে লড়াইয়ের ফুল, বর্ষার ভেজা আবহে উত্তপ্ত হবে যুবভারতীর বাতাস।

East Bengal face of against Namdhari FC in Durand Cup 2025 group stage

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleব্যাংক নয়! বন্ডে ভরসা কর্পোরেটদের, জানাল RBI
Next article‘সরকার না সুদের কারবারি?’, ডিএ ইস্যুতে সুপ্রিম পর্যবেক্ষণে চাঞ্চল্য
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।