নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। একাধিক ফুটবলারের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ঘরোয়া ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দিকেও ক্লাব নজর রাখছে বলে জানা গিয়েছে। নতুন সিজনে লাল হলুদ স্কোয়াডে একাধিক বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। বদল করা হতে পারে বিদেশি ব্রিগেডে। রেখে দেওয়া হতে পারে বর্তমান স্কোয়াডের কয়েকজন বিদেশি ফুটবলারকে।
সামনের মরসুমের জন্য ইস্টবেঙ্গল কোন কোন বিদেশি ফুটবলারকে ধরে রাখবে সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে বর্তমান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পূর্ব অনুমান করা যেতে পারে। এবার লাল হলুদ ব্রিগেডের তিনজন বিদেশি নজর কেড়েছেন।
চলতি মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে চোখে পড়ার মতো ফুটবল খেলেছেন সাউল ক্রেসপো। মাঝমাঠ ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। কয়েকটি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। তখন তাঁর অনুপস্থিতি বেশ টের পাওয়া গিয়েছিল। আগামী দিনেও তাঁকে লাল হলুদ জার্সিতে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আক্রমণভাগে এবারেও ক্লেইটন সিলভা দলের প্রয়োজনে গোল করেছেন। গত মরসুমের মতো না হলেও তাঁর পারফরম্যান্স কাজে লেগেছে এবারেও। বয়স চিন্তার একটা বিষয়। তবে ইস্টবেঙ্গল সিলভাকে রেখে দিতে পারে।
অনিশ্চিত হিজাজি মাহের। পরের সিজনে তিনি ইস্টবেঙ্গল দলে থাকবেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না।