East Bengal FC: এই স্কটিশ ফুটবলারের দিকে নজর মশালবাহিনীর

    এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC)। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর…

East Bengal Eyes Scottish Midfielder Connor Shields

short-samachar

   

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC)। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর আটকে যেতে হয় টানা আরও পাঁচটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। এই পরিস্থিতিতে বদল করা হয় দলের কোচ। কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে অস্কার ব্রুজনের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তারপর থেকে যত সময় এগিয়েছে ততই নিজেদের পুরনো ফর্মে ফিরতে শুরু করেছে মশাল ব্রিগেড। বর্তমানে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল দল।

এক্ষেত্রে সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের ধরে রাখতে হলে পরবর্তী দুইটি ম্যাচে তাঁদের জয় ছিনিয়ে নিতে হবে বেঙ্গালুরু এফসির পাশাপাশি শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। যা নিঃসন্দেহে অনেকটাই কঠিন হতে চলেছে সৌভিক চক্রবর্তীদের কাছে। তবে শুধুমাত্র এই দুটি ম্যাচে জয় পাওয়াই নয়। নজর রাখতে হবে টুর্নামেন্টের বাকি দলগুলির দিকে‌। তাঁদের ও পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে ময়দানের এই প্রধানকে। যদিও এই টুর্নামেন্ট নিয়ে খুব একটা আশাবাদী নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন‌‌‌। এক্ষেত্রে বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করে আইএসএল অভিযান শেষ করাই এখন অন্যতম লক্ষ্য দলের কাছে।

পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করাই পরিকল্পনা রয়েছে এই স্প্যানিশ কোচের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন ফুটবল মরসুমের জন্য এবার নাকি এক স্কটিশ ফুটবলারকে দলে নিতে চাইছে লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব। তিনি কোনর শিল্ডস। বর্তমানে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা ফুটবলার। তারমধ্যে ২০ টি ম্যাচ খেলে ১টি মাত্র গোল ও ৮ টি অ্যাসিস্ট রয়েছে বছর সাতাশের এই অ্যাটাকিং মিডফিল্ডারের।

হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে দক্ষিণের এই ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও শোনা যাচ্ছে তাঁকে পেতে নাকি যথেষ্ট অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে আগের থেকে দ্বিগুন পরিমাণ পারিশ্রমিক পেতে পারেন আইএসএলের এই অতিপরিচিত ফুটবলার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।