জামশেদপুর এফসির এই তরুণ ডিফেন্ডারের দিকে নজর মশালবাহিনীর

গতবারের মতো এবারও হতাশাজনক পারফরম্যান্স দিয়ে মরসুম শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। শেষ মরসুমে দল ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও এবার বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের…

Sonam Tsewang Lhokham Jamshedpur FC

গতবারের মতো এবারও হতাশাজনক পারফরম্যান্স দিয়ে মরসুম শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। শেষ মরসুমে দল ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও এবার বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। এমনকি এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের প্রিলিমিনারী রাউন্ডে ও কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে তাঁদের। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। বর্তমানে একের পর এক ম্যাচ হেরে খালি হাতেই রয়েছে ময়দানের এই প্রধান।

বলতে গেলে আইএসএলের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে স্থান পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।। যা নিয়ে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের পরিকল্পনার পাশাপাশি বারংবার প্রশ্নের মুখে উঠেছিল দলের রক্ষণভাগের ভূমিকা। বছরের পর বছর দুর্বল ডিফেন্সের মাশুল গুনতে হচ্ছে মশাল ব্রিগেডকে‌। সেইকথা মাথায় রেখেই এবার প্রভাত লাকরা থেকে শুরু করে হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলির মতো ডিফেন্ডারদের যুক্ত করা হয় দলের সঙ্গে।

   

পাশাপাশি হিজাজি মাহেরের মতো ফুটবলারের সঙ্গে ও চুক্তি বাড়ায় ম্যানেজমেন্ট।‌ কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? প্রতি ম্যাচেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। যা নিয়ে হতাশ সমর্থকরা। এই পরিস্থিতিতে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের রক্ষণভাগের কথা মাথায় রেখে জামশেদপুর এফসির (Jamshedpur FC) এক তরুণ ডিফেন্ডারকে দলে টানতে চলেছে মশাল ব্রিগেড।

তিনি সোনাম সেওয়াং লোখাম (Sonam Tsewang Lhokham)। বর্তমানে খালিদ জামিলের ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও শোনা যাচ্ছে, আগামী দুইটি সিজনের চুক্তিতে তাঁকে দলে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)।। সেক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে লাল-হলুদের রিজার্ভ বেঞ্চ।