এই ভারতীয় উইঙ্গারকে নিয়ে আগ্ৰহী মশাল ব্রিগেড

কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ‌ (ISL 2025)। যেখানে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে খেতাব জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। একটা সময়…

Mumbai City FC, Bipin Singh

কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ‌ (ISL 2025)। যেখানে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে খেতাব জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। একটা সময় সেই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছিল ময়দানের এই প্রধান। তারপর শেষ মুহূর্তে অজি তারকা জেমি ম্যাকলারেনের করা গোলে ট্রফি নিশ্চিত করে সবুজ-মেরুন শিবির। আসন্ন কলিঙ্গ সুপার কাপে ও সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ময়দানের এই প্রধানের। অপরদিকে নিজেদের ভুল ত্রুটি শুধরে সাফল্য পেতে মরিয়া অন্যান্য ক্লাব গুলি।

Also Read | সুপার কাপে দলের সঙ্গে থাকছেন না হাবাস, কিন্তু কেন?

সেইমতো নিজেদের প্রস্তুতি সারছে অধিকাংশ ক্লাবগুলি। পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দেশের অধিকাংশ ফুটবল ক্লাবগুলি। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশীয় ফুটবলারদের দিকেও নজর রয়েছে দলগুলির। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে বিপিন সিংয়ের (Bipin Singh) নাম। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দলের। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে নিতে অনেক আগে থেকেই আগ্ৰহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার্স।

Also Read | ক্রিকেটের মাঠ ছেড়ে বলিউডে নাম লেখাচ্ছেন মাহি!

সেইমত অনেক আগে থেকেই নাকি কথাবার্তা শুরু করে দিয়েছিল দক্ষিণের এই ফুটবল দল। সময়ের সাথে সাথেই অনেকটাই এগিয়ে গিয়েছে সেই আলোচনা। কিন্তু এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে ডেভিড কাতলার পাশাপাশি তাঁকে দলে টানতে নাকি আসরে নেমেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। যদিও সেই স্থানের জন্য একাধিক ফুটবলার ইতিমধ্যেই রয়েছে দলের মধ্যে। তাই সেক্ষেত্রে কলকাতায় আসতে আদৌও আগ্ৰহ দেখাবেন কিনা সেটাই দেখার বিষয়।

Advertisements

বহু প্রত্যাশা নিয়ে এবারের এই ফুটবল মরসুম শুরু করেছিল লাল-হলুদ শিবির। তৎকালীন কোচের নির্দেশ মেনে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আইএসএল শেষে মিলেছে একরাশ হতাশা। সেই সমস্ত কিছু ভুলেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই মশাল ব্রিগেডের কাছে।

To read only sports news, visit Sports 24X7