কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল (East Bengal FC)। যেখানে তাঁদের লড়াই করতে হবে সামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসির সঙ্গে। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের।
উল্লেখ্য, এবারের এই ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ম্যাচে নিজামের শহরে এগিয়ে থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি সৌভিক চক্রবর্তীরা। শেষ পর্যন্ত মনোজ মহম্মদের করা গোলে সমতায় ফিরেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। সেই কথা মাথায় রেখেই এবারের দ্বিতীয় লেগের এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী সাউল ক্রেসপো’রা।
হিসাব অনুযায়ী দেখলে বর্তমানে নিজামের শহরের এই ফুটবল ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্টের বিস্তর ফারাক থাকলেও সেইসব নিয়ে এখন খুব একটা ভাবতে নারাজ অ্যালেক্স সাজিরা। বরং বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করে টুর্নামেন্ট শেষ করাই এখন প্রধান লক্ষ্য হায়দরাবাদ এফসির ফুটবলারদের। তাই ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী ইমামি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে তিনি বলেন, “টুর্নামেন্টের প্রথম লেগের তুলনায় এবারের এই দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসি অনেক বেশি সঙ্ঘবদ্ধ ফুটবল খেলছে। ওরা যথেষ্ট ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।”
কিন্তু তবুও জয় ছাড়া কিছুই ভাবছেন না অস্কার। পূর্বে ও আইএসএলে জয়ের হ্যাটট্রিক করার মতো পরিস্থিতি দেখা দিলে ও সেই সময় তা বজায় রাখা সম্ভব হয়নি। এবার সেই হতাশা মেটাতে বদ্ধপরিকর দলের সকল ফুটবলাররা। সেই প্রসঙ্গে লাল-হলুদ হেডস্যার বলেন, ” আগে এই পরিস্থিতি তৈরি হলেও তা পূরণ করা যায়নি। এবার উপরে ওঠার ভাবনা মাথায় রেখে নিজেদের সবটা উজাড় করে দিতে হবে।” তবে শুধুমাত্র এই একটি মাত্র ম্যাচ নয়। লিগের বাকি ম্যাচ গুলিকে ও নিজেদের ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন অস্কার ব্রুজন।
বর্তমানে যা পরিস্থিতি তাতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে বাকি সবকটি ম্যাচেই জয় ছিনিয়ে নিতে হবে মশাল ব্রিগেডকে। কাজটা খুব একটা সহজ না হলেও এখন এদিকেই বাড়তি নজর দিচ্ছেন প্রত্যেকে।